অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। নরেন্দ্র মোদি সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির জন্মদিবস সোমবার। এদিন তাঁকে শ্রদ্ধা জানাতে এসে নিজের দলকেই বেকায়দায় ফেলে দিলেন বিজেপি নেতা বর্তমানে রাজ্যসভার সাংসদ তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি।
এদিন তিনি বলেন, ‘অরুণ জেটলি বেঁচে থাকলে এতদিন কৃষক বিক্ষোভ চলতে পারত না। আমি নিশ্চিত অরুণ জেটলি বেঁচে থাকলে কৃষক সমস্যার কোনও সমাধান এতদিনে হয়ে যেত’।
স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। কৃষক আন্দোলন মেটানোর দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। কিন্তু তাঁদের অনেক চেষ্টাতেও এখনও কৃষক সমস্যার সমাধান হয়নি।
গত ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে কনকনে ঠান্ডার মধ্যেও চলছে কৃষক বিক্ষোভ। কেন্দ্রের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে পাঁচ দফায় আলোচনায় বসেছেন কৃষকরা। কিন্তু সমাধানসূত্র এখনও অধরা।
সুশীল মোদি কী এই প্রসঙ্গ টেনে ঘুরিয়ে রাজনাথ সিং, অমিত শাহদের সমালোচনা করলেন? সেই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, সুশীল মোদিকে খুব শীঘ্রই কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।