অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। ভিনদেশি নাগরিকদের সৌদি আরব ত্যাগ করার অনুমতি দিয়েছে দেশটির জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ নির্দেশনা মেনে বিদেশি নাগরিকদের ফেরত নিতে পারবে বিমান পরিবহন সংস্থাগুলো।
শর্তে বলা হয়েছে, বিমানের কর্মকর্তারা সৌদি পৌঁছে উড়ান থেকে নামতে পারবেন না। গ্রাউন্ডের কর্মকর্তাদের সঙ্গে কোনো শারীরিক যোগাযোগও থাকবে না। তবে যেসব দেশে নভেল করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে ফ্লাইট পরিচালনা করা যাবে না বলে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।
এর আগে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের প্রবেশ রোধে ২১ ডিসেম্বর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় সৌদি আরবের জেনারেল অথোরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
নতুন জরুরি বিজ্ঞপ্তিতে জিএসিএ জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এয়ারলাইনগুলো সৌদি আরবে থাকা বিদেশি নাগরিকদের নিজ দেশে নিতে পারলেও অন্য কোনো যাত্রী সৌদি আরবে আনা যাবে না।