সমবায় ব্যাঙ্ক দুর্নীতির মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রীকে তলব ইডির

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বর্ষাকে মঙ্গলবার মুম্বইয়ে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছে। পঞ্জাব-মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক দুর্নীতির মামলায় বর্ষাকে তলব করেছে ইডি। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও বর্ষাকে দু’বার সমন পাঠানো হয়েছিল।

কিন্তু শারীরিক অসুস্থতার কথা বলে তিনি ইডির দফতরে হাজিরা এড়িয়ে গিয়েছেন। তাই এই নিয়ে তৃতীয়বার তাঁকে সমন পাঠানো হল। ২০১৯-এর সেপ্টেম্বর মাসে পিএমসি ব্যাঙ্ক দুর্নীতির ঘটনা সামনে আসে। পুণের একটি সংস্থার বিরুদ্ধে পিএমসির বিপুল টাকা হাতানোর অভিযোগ ওঠে।

প্রাথমিক তদন্তের পর ইডি আধিকারিকদের দাবি, পিএমসি ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ টাকা পুণের ওই সংস্থা মারফত গিয়েছে সঞ্জয় রাউতের স্ত্রীর কাছে। বর্ষার বিরুদ্ধে সমন জারির ঘটনায় যথারীতি এ বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন সঞ্জয়। সেনা সাংসদ স্পষ্ট জানিয়েছেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রের বিজেপি সরকার বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে।

ইডির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সঞ্জয় টুইট করেছেন, ‘আ দেখে জারা, কিসমে কিতনা হ্যায় দম।’ উল্লেখ্য, মহারাষ্ট্রে গতবছর শিবসেনা-বিজেপি জোট ভেঙে যাওয়ার পর থেকে নিয়ম করে মোদি সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছেন সঞ্জয় রাউত।

শিবসেনার পক্ষ থেকে নরেন্দ্র মোদিকেও তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেন। সে কারণেই রাজনৈতিক মহল মনে করছে এবার সামান্য সুযোগেই শিবসেনা সাংসদকে চাপে ফেলতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?