অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। দেশের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যোগ হল নয়া সাফল্য। সোমবার থেকে দেশে শুরু হয়েছে চালকবিহীন ট্রেন চলাচল। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরোপুরি অটোমেটিক এই ট্রেনের পথচলার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মধ্যে প্রথম দিল্লিতে শুরু হল এই চালকবিহীন মেট্রো পরিষেবা। এদিন দিল্লির ম্যাজেন্টা লাইনে এই নয়া পরিষেবার সূচনা করে প্রধানমন্ত্রী জানান, দেশ ক্রমশ উন্নতির পথে হাঁটছে।
এই ঘটনা প্রমাণ করে ভারত কীভাবে দ্রুত গতিতে একটি আধুনিক ও স্মার্ট জীবন-যাপনের দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, ‘দেশের বিভিন্ন প্রান্তে মেট্রো রেল চালু করার জন্য মেক ইন ইন্ডিয়া নীতির বাস্তবায়ন খুব গুরুত্বপূর্ণ। এরফলে খরচ কমার পাশাপাশি বিদেশী মুদ্রাও বাচবে।’ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করে এদিন মোদি বলেন, ‘অটলজির উদ্যোগেই দিল্লিতে প্রথম মেট্রো চালু হয়েছিল। ২০১৪ সালে আমরা যখন ক্ষমতায় আসি, তখন মাত্র পাঁচটি শহরে মেট্রো চালু ছিল। আজ ১৮টি শহরে এই পরিষেবা চালু হয়েছে। ২০২৫ সালের মধ্যে আমরা ২৫টি’র বেশি শহরে এই পরিষেবা চালু করব’।