২৪ বছর পর পুলিশের জালে ধরা পড়ল দাউদের ডানহাত আবদুল মাজিদ কুট্টি

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। দীর্ঘ ২৪ বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। তবে শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা গ্রেফতার করল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ডান হাত বলে পরিচিত আবদুল মাজিদ কুট্টিকে।

আবদুল দাউদের সঙ্গে একাধিক নাশকতামূলক কাজে জড়িত ছিল। গুজরাত পুলিশের দাবি, দাউদের যে কোনও নাশকতার মূলচক্রী ছিল আবদুল।

১৯৯৭-এ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে দিল্লিতে বড় ধরনের হামলার ছক করেছিল দাউদ ও আবদুল। তবে গোয়েন্দা বিভাগ আগাম খবর পাওয়ায় তাদের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায়। গুজরাত পুলিশের এসটিএফ জানিয়েছে, দিল্লি, মুম্বই, গুজরাত-সহ দেশের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করেছিল আবদুল।

১৯৯৭-এর হামলার জন্য এক বছর ধরে পরিকল্পনা করেছিল দাউদ ও তার সহযোগী আবদুল। এই ষড়যন্ত্রে জড়িত ছিল আবু সালেম। কবে, কখন, কোথায় কীভাবে বিস্ফোরণ ঘটানো হবে তার পুরো পরিকল্পনা ছিল আবদুলের। এসটিএফের অফিসাররা বলেছেন, ১৯৯৬-এর ২৩ ডিসেম্বর আবদুলের গোপন ডেরায় হঠাৎই অভিযান চালানো হয়েছিল।

পুলিশের সন্ত্রাস দমন শাখার ওই অভিযানে আবদুলের কয়েকজন সহযোগীকে পাকড়াও করা হয়। তবে আবদুলকে ধরা যায়নি। যদিও ওই অভিযানের জেরেই সাধারণতন্ত্র দিবসে বিস্ফোরণ ঘটানোর ছক বানচাল হয়ে যায়।

এরপরই আবদুল বেপাত্তা হয়ে যায়। দীর্ঘ ২৪ বছর ধরে নাম পাল্টে ও ঠিকানা বদল করে সে আত্মগোপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে তাকে গ্রেফতার করা হল। এসটিএফ- এর দাবি, খুব শীঘ্রই দাউদ ঘনিষ্ঠ সকলকেই গ্রেফতার করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?