নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে সোমবার থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলিতে নবম ও একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয়েছে। করোনা ভাইরাসের প্রকোপের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ ছিল। যদিও কিছু দিন পূর্বে হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে দশম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হয়েছে।

তবে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হওয়ার ফলে হাইপাওয়ার কমিটির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে সোমবার থেকে নবম ও একাদশ শ্রেণীর পঠন পাঠনও শুরু করা হয়েছে। তবে এই ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানা বাধ্যতা মূলক। এইদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয় গুলিতে দেখা যায় নবম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রিরা মুখে মাস্ক লাগিয়ে স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে এসেছে। দীর্ঘদিন পর বিদ্যালয় খোলায় খুশি ছাত্র-ছাত্রিরাও।

তবে সকল ছাত্র-ছাত্রি প্রতিদিন বিদ্যালয়ে আসতে পারবে না। সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রেখে কোন ছাত্র-ছাত্রিরা কোনদিন বিদ্যালয়ে আসবে তা বিদ্যালয় থেকে ঠিক করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ছাত্র-ছাত্রিদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিধি মেনে সোমবার থেকে বিভিন্ন বিদ্যালয়ে নবম ও একাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?