অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। খাবারের দোকান থেকে খাবার অর্ডার করেছিলেন, আর তা করতে গিয়েই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ৫০ হাজার টাকা। জানা গিয়েছে, দক্ষিণ বেঙ্গালুরুর ইয়েলাচেনাহাল্লির বাসিন্দা সবিতা সম্প্রতি ফেসবুকে একটি খাবারের সংস্থার বিজ্ঞাপন দেখেন। তিনি দু’জনের জন্য খাবার অর্ডার করেন। ২৫০ টাকা বিল হয়। এরপর যে ব্যক্তি দোকানের হয়ে ফোনটি ধরেছিলেন তিনি জানান, ওই খাবার অর্ডার দিতে গেলে ১০ টাকা অ্যাডভান্স দিতে হবে এবং বাকি টাকা ডেলিভারি বয়ের হাতে দিলেই হবে। এরপর তিনি ওই মহিলাকে তিনি একটি লিংক পাঠান।
ওই লিংকে গিয়ে মহিলা একটি ফর্ম পূরণ করেন। যেখানে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং পিন নম্বরও দিয়েছেন তিনি। তাতেই ফাঁদে পড়েন। এরপরই আচমকাই তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৯ হাজার ৬ টাকা তুলে নেওয়া হয়। এর পরেই দোকানে ফোন করলে দেখা যায় ফোন বন্ধ। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে মহিলা সাইবার ক্রাইম থানায় হাজির হন দক্ষিণ বেঙ্গালুরুর বাসিন্দা সবিতা শর্মা (৫৮)। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়েছে।