রহস্যজনক ভাবে মৃতার বাপের বাড়িতে গেলেন বর্ণালী গোস্বামী

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২৮ ডিসেম্বর।। রহস্য জনক ভাবে মৃত্যু হওয়া গৃহবধুর বাপের বাড়িতে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামী। ভিতরগুল গ্রামে সম্প্রতি রহস্য জনক ভাবে মৃত্যু হয় বছর কুড়ির এক গৃহবধুর। এইদিন কদমতলা থানাধীন লালছড়া এলাকায় মৃত গৃহবধূর বাপের বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্নালী গোস্বামী। বছর দেড়েক পূর্বে উত্তর জেলার কদমতলা থানাধীন লালছড়া এলাকার রেজওয়ানা পারভীন প্রেম করে বিয়ে করে একই থানা এলাকার ভিতরগুল গ্রামের আব্দুল হকের ছেলে কয়েছ আহমেদকে। দাম্পত্য জীবনে শশুর বাড়ির লোকেদের সাথে কোন সমস্যা না হলেও স্বামীর সাথে প্রায়ই ঝগড়া লেগে থাকতো বলে অভিযোগ।

লকডাউনে ব্যাবসা বানিজ্য সব বন্ধ হয়ে পড়ায় আর্থিক অভাব অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন স্বামী কয়েছ আহমেদ। তাই রোজগারের উদ্দেশ্যে ১২ডিসেম্বর বেঙালুরু পাড়ি দেন কয়েছ। এতে স্ত্রী রেজোওয়ানার মতামত ছিল না। কয়েছ আহমেদ ওরফে রাজু বেঙালুরু যাওয়ার আট দিন মাথায় অর্থাৎ ২০ ডিসেম্বর রবিবার সকাল বেলা রেজোওয়ানা এবং কয়েছের মধ্যে দীর্ঘক্ষন ফোনে বার্তালাপ হয়। তার পর ঘরের যাবতীয় কাজ করেন রেজোওয়ানা। কিন্তু দীর্ঘক্ষণ রেজোওয়ানার নড়াচড়া না পেয়ে শশুর শাশুড়ি ঘরে গিয়ে দেখতে পান পুত্র বধু ঘরে ফাঁসিতে ঝুলছে। সাথে সাথে তাকে কদমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় রেজোওয়ানার।

পরে মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। এদিকে রেজওয়ানার বাবার বাড়ির পক্ষ থেকে রেজওয়ানাকে হত্যার অভিযোগ তুলে মামলা রুজু করা হয় কদমতলা থানায়। মামলাতে রেজওয়ানার শশুর শাশুড়ি স্বামী ও দেবরের নাম উল্লেখ করা হয়েছে। মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের দাবি, রেজওয়ানা তার স্বামীর সাথে সুখের সংসার করতো। কিছুদিন যাবত স্বামীর সাথে কিছুটা মনোমালিন্য চলছিলো।তবে সেই মনোমালিন্য থেকে আত্মহত্যার পথ বেছে নেবে তা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া রেজওয়ানা স্বামীর বাড়ির লোকজন ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে যে দাবি করছে, তা যুক্তিযুক্ত নয় বলেও অভিযোগ রেজওয়ানার বাবার বাড়ির লোকজনদের।

এদিকে ঘটনার খবর পেয়ে সোমবার মৃত গৃহবধুর বাপের বাড়িতে ছুটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। বর্ণালী গোস্বামী মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজনের সাথে ঘটনার বিষয়ে কথা বলেন। এক সাক্ষাৎকারে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালি গোস্বামী জানান, রহস্যজনকভাবে মৃত্যু হওয়া গৃহবধূ রেজওয়ানা পারভিনের মৃত্যু ফাঁসি লেগে হয়নি বলে তার পরিবারের অভিযোগ। তাই রাজ্য মহিলা কমিশন এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত ক্রমে উপযুক্ত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানায়। পাশাপাশি বর্ণালী গোস্বামী আরো জানান,রাজ্য মহিলা কমিশন সর্বদা রেজওয়ানা পারভীনের বাবার বাড়ির লোকজনের পাশে রয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?