দক্ষিণ কোরিয়া সফরে গেলেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। সোমবার তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে গেলেন দেশের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সামরিক ক্ষেত্রে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্যই তাঁর এই সফর বলে জানা গিয়েছে। কূটনৈতিক মহল মনে করছে, চলতি পরিস্থিতিতে চিনের উপর চাপ বাড়াতেই নারাভানের এই সফর। সেনাবাহিনীর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে পৌঁছে গিয়েছেন সেনাপ্রধান নারাভানে। তিনি ওই দেশে তিনদিন থাকবেন। ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সামরিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই তিনি সিওল গিয়েছেন। এই সফরে দক্ষিণ কোরিয়ার জাতীয় শহীদ স্মারক এবং ওয়ার মেমোরিয়াল পরিদর্শন করার পাশাপাশি তিনি সে দেশের সেনা কর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গেও বৈঠক করার কথা নারাভানের। সামরিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়েই আলোচনা হবে এই দুই বৈঠক। তিন দিনের এই সফরে নারাভানে ইনজে প্রদেশের গ্যাংওয়ান শহরে অবস্থিত কোরিয়া কমব্যাট ট্রেনিং সেন্টার এবং ডেজিওনে অবস্থিত এজেন্সি ফর ডিফেন্স ডেভলপমেন্টের সদর দফতরে  যাবেন। লাদাখে ভারতীয় সেনার সঙ্গে লাল ফৌজের সংঘর্ষের পর থেকেই চিনকে চাপে রাখতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার।

সেই লক্ষ্যেই করোনা পরিস্থিতির মধ্যেই সেনাপ্রধান আগেই মায়ানমার, নেপাল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী গিয়েছেন। এবার তিনি গেলেন দক্ষিণ কোরিয়া। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, চিনকে চাপে রাখতেই বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও মজবুত ও বাড়ানোর চেষ্টা করছে ভারত। উল্লেখ্য, এর আগে দেশের কোনও সেনাপ্রধান সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবে যাননি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?