স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। সরকার যে আত্মনির্ভরতার ডাক দিয়েছে তাতে উদ্বুদ্ধ হয়ে পানিসাগরের নোয়াগাংয়ের বাসিন্দা রেউবেন রাংলং সুপারি গাছের খোল দিয়ে, পরিবেশবান্ধব থালা, বাটি এবং চামচ প্রস্তুত করছেন। তাঁর সংস্থা শালম এন্টারপ্রাইজে বর্তমানে ১৬জন শ্রমিক কর্মরত রয়েছেন। তিনি জানিয়েছেন, তাঁর উত্পাদিত পণ্যের চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তিনি তাঁর পরিসর ও পরিকাঠামো আরও বর্ধিত করতে চান। সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন এই থালাবাটি জনসমক্ষে প্রচারে এনে বলেন, আমি রেউবেন রাংলংয়ের এই উদ্যোগ ও প্রচেষ্টাকে অভিনন্দন জানাচ্ছি।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর ব্যবসায় আরও শ্রীবৃদ্ধি হোক। আরও বেশি মানুষের কর্মসংস্থান যেন তাঁর সংস্থায় সুনিশ্চিত হয়। তাঁর এই উদ্যোগ রাজ্যের আরও অনেককে আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন। আগে ত্রিপুরায় আত্মনির্ভর হয়ে ওঠার মানসিকতা ছিল না। ত্রিপুরাবাসীর মধ্যে নতুন ধারার যে মানসিকতা গড়ে উঠছে তার জন্য আমি সত্যিই অভিভূত।