অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। এবার বিজেপির সঙ্গ ত্যাগ করার হুমকি দিল এআইএডিএমকে। তামিলনাড়ুর শাসকদল পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রয়োজনে তারা বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে। তবে নতুন তিন কৃষি আইন নিয়ে বিজেপিকে এই হুমকি দেয়নি তামিলনাড়ুর শাসক দল। আগামী বছরের এপ্রিল-মে মাসে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। নির্বাচনের পর কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ বেঁধেছে এআইএডিএমকে। বর্তমান মুখ্যমন্ত্রী ই পালানস্বামীকে সামনে রেখেই নির্বাচনে লড়তে চায় এআইএডিএমকে। যা না পসন্দ বিজেপির।
গেরুয়া দলের দাবি, কে মুখ্যমন্ত্রী হবেন সেটা ঠিক হবে নির্বাচনের পর। তার প্রেক্ষিতেই এই হুমকি দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। এআইএডিএমকে সাংসদ কে পি মনুস্বামী এক অনুষ্ঠানে বিজেপির নাম না করে বলেন, আমরা কোন জাতীয় স্বৈরাচারী রাজনৈতিক দলের দাসত্ব করব না। আমরা আমাদের মতই চলব। প্রয়োজনে আমরা কোনও জোটে যাব না, বরং সংশ্লিষ্ট দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। রাজনৈতিক মহল মনে করছে, এআইএডিএমকে যদি শেষ পর্যন্ত বিজেপির সঙ্গ ত্যাগ করে তবে দক্ষিণ ভারতে কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে গেরুয়া দল।
কারণ তামিলনাড়ুতে এখনও বিজেপি সেভাবে নিজেদের অস্থিত্ব জাহির করতে পারেনি। এক বছর আগে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে একই সমস্যা হয়েছিল মহারাষ্ট্রে। সেখানেও শিবসেনার সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদ নিয়ে তীব্র বিরোধ হয়। যার জেরে শিবসেনা তাদের পুরনো শরিক বিজেপির সঙ্গ ত্যাগ করে। এবার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে ঠিক একই পরিস্থিতি তৈরি হল তামিলনাড়ুতে। এআইএডিএমকে সাংসদ মনুস্বামী পরিষ্কার বলেছেন, কোনও জাতীয় দলের স্বৈরাচারী মনোভাব তাঁরা মানবেন না। তাই এ ধরনের কোনও দলের সঙ্গে তাঁরা জোটে যাবেন না।
মনুস্বামী যে বিজেপিকে লক্ষ্য করেই এই মন্তব্য করেছেন তা বলাই বাহুল্য। রাজনৈতিক মহল মনে করছে, তামিলনাড়ুতে গেরুয়া দলের কোনও বিধায়ক বা সাংসদ নেই। তাই জয়ললিতার দল কোন অবস্থাতেই বিজেপির সঙ্গে জোটে যেতে চাইছে না। শেষ পর্যন্ত যদি জয়ললিতার দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তবে দক্ষিণ ভারতে কঠিন পরিস্থিতির সামনে পড়বে বিজেপি।