কৃষকরা উন্নত হলেই রাজ্য এগিয়ে যাবে : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ডিসেম্বর।। নাবার্ড এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অর্গানিক ফার্মিং সহযোগিতা করছে। যাতে গ্রামকে স্বয়ংসম্পূর্ণ করা যায়। বর্তমান সরকার কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছে।

কৃষি ঋণের প্রতি জোর দেওয়ার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কাছে আহ্বান জানানো হয়েছে বলে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৫ তম প্রতিষ্ঠা দিবসে অভয়নগর শাখায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বক্তব্য রেখে এ কথা জানান। তিনি বলেন, কৃষকরা উন্নত হলেই রাজ্য এগিয়ে যাবে। কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তিনি আরো বলেন রাজ্যে ১২ টি পশ্চাদপদ ব্লক রয়েছে।

সেইসব ব্লকে ১০০ দিনের রেগার কাজ দেওয়া হয়েছে। যাতে পিছিয়ে না থাকে এই সমস্ত ব্লকের গ্রামীণ এলাকা। গ্রাম স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আর আজকের রক্তদান দ্বারা স্পষ্ট সমাজ সমাজের পাশে দাঁড়ায়।

সুতরাং এ ধরনের রক্তদান শিবির সত্যিই প্রশংসনীয় বলে জানিয়েছেন তিনি। শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী সহ অন্যান্যরা। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?