অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। ক্রমশ ছড়াচ্ছে করোনা। সেই সঙ্গে জমে উঠেছে ভ্যাকসিনের দৌড়ও। মডার্না, ফাইজারের থেকে সাফল্যের পরিসংখ্যানে প্রথম রাউণ্ডে কিছুটা পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করল অ্যাস্ট্রাজেনেকা।
সংস্থার সিইও দাবি করলেন, তাঁদের ভ্যাকসিন দেবে ১০০ শতাংশ সুরক্ষা।অ্যাস্ট্রাজেনেকার সিইও পাস্কাল সোরিয়ট দাবি করেন, অন্য দুই ভ্যাকসিনের থেকে তাঁদের ভ্যাকসিন যে আরও বেশি শক্তিশালী তার প্রমাণ তাঁরা পেয়েছেন। ফাইজারের সাফল্যের হার ৯৫ শতাংশ, মডার্নার ৯৪.৫ শতাংশ।
এর পাশে ১০০ শতাংশ সুরক্ষা দেবে অক্সফোর্ডের ভ্যাকসিন। এই টিকা নিলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না। স্বাভাবিকভাবেই এই বক্তব্য সামনে আসার পর আশার আলো দেখছেন বিশ্বের কোটি কোটি মানুষ। ভ্যাকসিন শুধু তৈরি নয়, তা সঠিকভাবে সংরক্ষণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ।
এক্ষেত্রেও ব্যতিক্রমী সাফল্যের দাবিদার অ্যাস্ট্রাজেনেকা। তাঁদের মতে, ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণ করতে যেখানে মাইনাস সত্তর ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয়, সেখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা সংরক্ষণ করতে লাগে ২-৮ ডিগ্রি।ব্রিটেনে বহু মানুষের মধ্যে এই ভ্যাকসিনের ট্রায়াল হয়। ট্রায়াল হয় ব্রাজিলেও।
সেখানে যাঁরা দু’বারে, প্রথমে অর্ধেক ডোজ ও পরে পুরো ডোজ নিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রে টিকা ৯০ শতাংশ কার্যকরী হয়েছে বলে সংস্থার দাবি।