অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারে নিজের ২৩তম সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। আগের দিনের ৯৪ রান নিয়ে দিন শুরু করে থামেন ১২৯ রানে।
এ ছাড়া হেনরি নিকোলসের ৫৬ ও বিজে ওয়াটলিংয়ের ৭৩ রানে ভর করে কিউইরা প্রথম ইনিংসে তুলে ৪৩১ রান।
বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৩০ রান করেছে পাকিস্তান। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ৪০১ রানে পিছিয়ে উপমহাদেশের দলটি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শনিবার প্রথম দিন শেষে ৮৭ ওভারে ৩ উইকেটে ২২২ রান করেছিল নিউজিল্যান্ড। ৯৪ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। তার সাথে ৪২ রান নিয়ে অপরাজিত ছিলেন হেনরি নিকোলস।
সেঞ্চুরি পূরণের লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের খেলার শুরু করেন উইলিয়ামসন। দিনের অষ্টম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরে ৮২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ২৩তম সেঞ্চুরি পূর্ণ করেন নিউজিল্যান্ড দলপতি।
সেঞ্চুরির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন উইলিয়ামসন। তাকে সঙ্গ দিচ্ছিলেন নিকোলস।
তবে হাফ-সেঞ্চুরির পর বেশি দূর যেতে পারেননি। ব্যক্তিগত ৫৬ রানে তাকে থামান পাকিস্তানের পেসার নাসিম শাহ। ১৩৭ বল খেলে ৫টি চার মারেন নিকোলস। অধিনায়কের সাথে চতুর্থ উইকেটে ২৬৫ বলে ১৩৩ রান যোগ করেন তিনি।
নিকোলসের বিদায়ের ২৭ বল পরই প্যাভিলিয়নের পথ ধরেন উইলিয়ামসন। পাকিস্তান স্পিনার ইয়াসির শাহর বলে স্লিপে হারিস সোহেলকে ক্যাচ দেন কিউই অধিনায়ক। ২৯৭ বলে ১২টি চার ও ১টি ছক্কায় ১২৯ রান করেন তিনি।
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলীয় ২৮১ রানে আউট হন উইলিয়ামসন। এরপর দলকে সামনের দিকে টেনে নিয়ে গেছেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং। লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলের স্কোর ৪শতে পৌঁছে দিতে প্রধান ভূমিকা রাখেন তিনি। ৮টি চারে ১৪৫ বলে ৭৩ রান করেন ওয়াটলিং।
পাকিস্তান ব্যাট করতে নেমে ওপেনার শান (১০) মাসুদের উইকেট হারিয়েছে। আবিদ আলি ১৯ রানে অপরাজিত আছেন। ‘নাইটওয়াচ ম্যাচ’ মোহাম্মদ আব্বাস ১৫ বলে শূন্য রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর
দ্বিতীয় দিন শেষে ৪০১ রানে পিছিয়ে পাকিস্তান
নিউজিল্যান্ড প্রথম ইনিংস
৪৩১/১০ (১৫৫ ওভার) (উইলিয়ামসন ১২৯, টেলর ৭০, ওয়াটলিং ৭৩; আফ্রিদি ৪/১০৯)।
পাকিস্তান প্রথম ইনিংস
৩০/১ (২০ ওভার) (মাসুদ ১০, আবিদ ১৯*; জেমিসন ১/৫)।