স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৬ ডিসেম্বর।। ধর্মনগর মহকুমা ভিত্তিক যুব উৎসব আজ বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়৷ বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন মহকুমা ভিত্তিক এই যুব উৎসবের উদ্বোধন করেন৷ যুব উৎসবের উদ্বোধন করে উপাধ্যক্ষ শ্রীসেন যুব উৎসবের প্রাসঙ্গিকতা ও তার গুরুত্ব তুলে ধরেন৷
তিনি যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান৷ যুব উৎসবে ধর্মনগর মহকুমার শতাধিক শিল্পী ৯টি বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন৷ মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দল ও শিল্পীগণ আগামীকাল বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসবে অংশ নেবেন৷
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, সমাজসেবী শ্যামল নাথ ও জেলা শিক্ষা আধিকারিক রিপন চক্রবর্তী৷ সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক কমলেশ ধর৷
যূব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জিলা পরিষদ ও ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় এই যুব উৎসব অনুষ্ঠিত হয়৷
ধর্মনগর মহকুমা ভিত্তিক যুব উৎসব
ধর্মনগর মহকুমা ভিত্তিক যুব উৎসব আজ বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয়৷
বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধ সেন মহকুমা ভিত্তিক এই যুব উৎসবের উদ্বোধন করেন৷ যুব উৎসবের উদ্বোধন করে উপাধ্যক্ষ শ্রীসেন যুব উৎসবের প্রাসঙ্গিকতা ও তার গুরুত্ব তুলে ধরেন৷ তিনি যুব সমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান জানান৷
যুব উৎসবে ধর্মনগর মহকুমার শতাধিক শিল্পী ৯টি বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন৷ মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দল ও শিল্পীগণ আগামীকাল বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসবে অংশ নেবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, সমাজসেবী শ্যামল নাথ ও জেলা শিক্ষা আধিকারিক রিপন চক্রবর্তী৷
সভাপতিত্ব করেন ধর্মনগর পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক কমলেশ ধর৷ যূব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জিলা পরিষদ ও ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় এই যুব উৎসব অনুষ্ঠিত হয়৷