শতবর্ষী নারীকে দিয়ে জার্মানিতে টিকাদান শুরু

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। নির্ধারিত সময়ের একদিন আগেই জার্মানিতে শুরু হল টিকাদান কর্মসূচি। দেশটির স্থানীয় গণমাধ্যম এমডিআর জানিয়েছে, শনিবার ১০১ বছর বয়সী এক নারী প্রথম টিকা নিয়েছেন। এদিথ কোইজালা নামের ওই নারী হার্জ হিল রেঞ্জের একটি কেয়ারহোমে থাকেন। সেখানকার ৪০ বাসিন্দা এবং ১১ কর্মীকেও টিকা দেয়া হয়েছে।

ফেডারেল সরকার চলতি বছরের ভেতরেই ১.৩ মিলিয়ন মানুষকে টিকা দিতে চাইছে। এরপর জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দেয়া হবে ৭ লাখ মানুষকে। যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজার- বায়োএনটেক টিকার অনুমোদন দেয়। পশ্চিমা দেশে ব্যবহারের জন্য ফাইজার- বায়োএনটেকের টিকাই প্রথম অনুমোদন পায়। এরপর বেশ কয়েকটি দেশ এই টিকা অনুমোদন দেয়।

এখনো পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি। এই টিকার ক্ষেত্রে একেবারে ভিন্ন ধরনের একটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে ‘প্রশিক্ষিত’ করে তোলার জন্য ভাইরাসটির জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়।

আগের পরীক্ষাগুলোতে দেখা গেছে টিকা দেওয়ার ফলে শরীরে অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধী ব্যবস্থার আরও একটি অংশ যা টি সেল নামে পরিচিত সেটিও তৈরি হয়। করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে জার্মানির পরিস্থিতি ভালোই ছিল।

তবে দ্বিতীয় ঢেউয়ের সময় দেশটিতে সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জার্মানিতে ১৪ হাজার ৪৫৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ২৪০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪২২ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?