অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। না জানি কত কত অবাক করার মতন ঘটনার সাক্ষী আমাদের এই সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন সময় দেখে থাকি যা আমাদের কখনো কখনো অবাক করে তোলে । তার পাশাপাশি করে তোলে হতভম্ভো এবং বিস্মিত।
এই সোশ্যাল মিডিয়ার হাত ধরে আমরা যেমন আদিবাসী সম্প্রদায়ের চাঁদ মনিকে উঠে আসে দেখা যায় তেমনই ঠিক দেখা যায় রানাঘাটের স্টেশন চত্বরে গান গাওয়া রানু মন্ডল কে। যিনি রাতারাতি হয়ে গিয়েছিলেন স্টার তবে আজকে কোন রানাঘাটের রানু মন্ডল বা আদিবাসী সম্প্রদায় চাঁদনীর কথা বলতে আসিনি । বলতে এসেছে এক ধরনের বিরল ঘটনা যা শুনলে আপনিও অবাক হবেন তার পাশাপাশি শিউরে উঠবেন ।
বর্তমান যুগে সামান্য ক্লান্তি দূর করতে আমরা মুখ বুঝেছি সোশ্যাল মিডিয়াতে । অর্থাৎ আমরা যত দিন যাচ্ছে ততই যেন নির্ভরশীল হয়ে পড়ছি সোশ্যাল মিডিয়ার উপর ।এক মুহূর্ত চলতে পারছি না সোশ্যাল মিডিয়া ছাড়া কাজেই জীবনের প্রতিটা আনন্দ সুখ-দুঃখ রাগ অভিমান সমস্ত কিছু খুঁজে নিতে চাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ।
সে সমস্ত দিক থেকে সোশ্যাল মিডিয়া ও আমাদেরকে নিরাশ করে না । সাধারণত বিয়ে হল এমন এক ধরনের অঙ্গীকার যেখানে সারা জীবনে প্রশ্ন জড়িয়ে থাকে । কাজেই নিজের পাশাপাশি যদি অন্যের বাড়ির ছেলে বা মেয়ের দায়িত্ব নিতে না সক্ষম হও তাহলে বিয়ে না করাই ভালো ।
কিন্তু সম্প্রতি বিয়ের আগেই অনেকে নিজেদের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্ধী করে রাখেন । কিন্তু কখনো কখনো মাঝে মাঝে এমন সব ছবি তুলে ফেলে যেগুলি পরবর্তীকালে সৃষ্টি করে হাসির পরিবেশ । যেটা ঘটলো সম্প্রতি ।
সম্প্রতি ফেসবুকে এমন এক ধরনের ছবি ভাইরাল হয়েছে যেটি দেখলে আপনিও অবাক হবেন । তার পাশাপাশি হেসে উঠবে ।
সাধারণত অনেকে নিজেদের মুহূর্তগুলিকে স্মরণীয় করে রাখতে ক্যামেরাবন্দি করে । কিন্তু ওই যুবক এবং যুবতী এমন অভিনব পদ্ধতিতে ফটোশুট করেছে যা হাসির পরিবেশ সৃষ্টি করেছে । ছবিতে দেখা যাচ্ছে তাদের পরনে বিন্দুমাত্র কাপড় নেই । শুধুমাত্র কলাপাতা দিয়ে ঢেকে রেখেছে তারা তাদের গোপন অঙ্গ গুলি ।
আর এতেই ছড়িয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যে ভাইরাল হচ্ছে ছবিটি এবং ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া প্রতিটি আনাচে-কানাচে । তার পাশাপাশি কমেন্ট সেকশনে উপচে পড়ছে ভিড় এবং নেতিবাচক মন্তব্য করেছে সেই ফটোগুলো কে ঘুরে অনেকে ।