বছরের শেষ বেতারের মাসিক অনুষ্ঠান মন কি বাতে আত্মনির্ভরতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। প্রতি মাসের শেষ রবিবার বেতারের মাসিক অনুষ্ঠান ‘মন কি বাতে’ অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২০-র এটাই ছিল শেষ রবিবার। অর্থাৎ চলতি বছরে এটাই প্রধানমন্ত্রীর শেষ মন কি বাত অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী জোর দিলেন আত্মনির্ভরতার উপর। পাশাপাশি যুব সম্প্রদায়ের প্রশংসা করলেন। তুলে ধরলেন তাদের বিভিন্ন উদ্যোগের কথা।

এই অনুষ্ঠানে তিনি কী বলবেন তা নিয়ে নিয়মিত দেশবাসীর কাছে পরামর্শ চান প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে অনেকেই চিঠি লেখেন। প্রধানমন্ত্রী এদিন কয়েকটি চিঠি পড়ে শোনান। প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরে করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে। এটা এক চরম ক্ষতিকর দিক। কিন্তু এর একটা ভাল দিকও আছে। করোনা পরিস্থিতি মানুষকে নতুন করে বাঁচার উপায় শিখিয়েছে।

এটাই হল আত্মনির্ভরতা। প্রধানমন্ত্রী দাবি করেন, চলতি পরিস্থিতিতে দেশবাসী অনেক বেশি স্বনির্ভর হয়েছে। বিশেষ করে দেশের যুব সম্প্রদায়। দেশীয় শিল্পকে আরও উৎসাহ দিতে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরতার জন্য দেশীয় পণ্যের উপর আমাদের নির্ভর করা উচিত।

তাই যাঁরা বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করছেন তাঁদের পণ্যের মান সম্পর্কে আরও সতর্ক থাকতে হবে। বিভিন্ন পণ্য যাতে উন্নত মানের এবং ত্রুটিহীন হয় সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কাশ্মীরের জাফরানের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, মাত্র একমাস আগেই কাশ্মীরের জাফরান জিআই তকমা পেয়েছে। বিদেশের বাজারে কাশ্মীরি জাফরানের ব্যাপক চাহিদা আছে। ওই জাফরান ব্যবসায়ীরা কিভাবে অনলাইনে ব্যবসা করেন সে কথাও প্রধানমন্ত্রী সকলকে জানান।

একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশের যুব সম্প্রদায়কে ব্যবসা ও শিল্পোৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও ব্যবসা ছাড়া উন্নতি সম্ভব নয়। শিল্প ও ব্যবসা-বাণিজ্য হলে তবেই কৃষির উন্নতি হবে। কৃষি ও শিল্প এই দুইটি জিনিস হাত ধরাধরি করে এগিয়ে চলে।

শিল্পকে বাদ দিয়ে কখনওই কৃষি ও কৃষক উন্নতি করতে পারবেন না। তাই কৃষকদের উন্নয়ন করতে হলেও আমাদের শিল্পের উপর জোর দিতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?