অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।।২০১৮-র জুনে উইন্ডিজের সঙ্গে শেষ সেঞ্চুরি করেছিলেন দিনেশ চান্দিমাল। জানুয়ারির পর বছরে প্রথমবার খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়কের। কিন্তু ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থামতে হয়েছে তাকে।
অবশ্য আক্ষেপ থাকার কথা নয় চান্দিমালের।
কারণ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন তারা সুবিধাজনক অবস্থানে।
টস জিতে ব্যাটিংসহায়ক উইকেটে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। চান্দিমালের ৮৫ ও ধনঞ্জয়া ডি সিলভার ৭৯ রানে ৬ উইকেটে ৩৩৮ রান করেছে সফরকারীরা।
৭৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন ডি সিলভা। রান নেওয়ার সময় শিরায় টান পড়ে তার। চান্দিমাল ও ডি সিলভা মিলে চতুর্থ উইকেট জুটিতে ১৩১ রান তোলেন।
এরপর নিরোশান ডিকভেলাকে নিয়ে আরও ৯৯ রান যোগ করেন চান্দিমাল। এ দুই জুটিতেই ভালো অবস্থানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ডিকভেলা ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন। বোলারদের জন্য কঠিন পিচেও উইয়ান মালডার ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
শ্রীলঙ্কা প্রথম ইনিংস
৩৪০/৬ (৮৫ ওভার) (করুনারত্নে ২২, পেরেরা ১৬, মেন্ডিস ১২, চান্দিমাল ৮৫, ধনাঞ্জয়া ৭৯ আহত অবসর, ডিকভেলা ৪৯, শানাকা ২৫, হাসারাঙ্গা ১৮, রাজিথা ৭; এনগিডি ১/৫৪, সিপামলা ১/৬৮, নরকিয়া ১/৬০, মুলডার ৩/৬৮)।