অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-সহ দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রক্রিয়া বদলানোর চিন্তা ভাবনা করছে কেন্দ্র। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে বর্তমানে দ্বাদশ শ্রেণীর ফলাফলের উপর ভিত্তি করে পড়ুয়াদের ভর্তি করা হয়।
কিন্তু প্রচলিত এই নিয়ম বদলে কেন্দ্র চাইছে একটি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু করতে।
অর্থাৎ কমন অ্যাপটিটিউড টেস্ট দিয়ে এবার এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে কেন্দ্র।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জাতীয় শিক্ষানীতি অনুমোদিত হয়েছে। ক্যাট সেই শিক্ষানীতির অংশ। অর্থাৎ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে ভর্তি হতে গেলে ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলকভাবে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা পরিচালনা করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
প্রসঙ্গত, কলেজে ভর্তির জন্য বোর্ডের দ্বাদশ শ্রেণীর পাস নম্বর নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিতর্কের সমাধান করতে কেন্দ্রীয় সরকার সাত সদস্যের একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি অভিন্ন প্রবেশিকা পরীক্ষা সুপারিশ করতে চলেছে বলে খবর। কয়েকদিনের মধ্যেই সরকারের কাছে কমিটির রিপোর্ট জমা পড়বে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্র এই সুপারিশ মেনে নিতে পারে। কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব অমিত খারে জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির ক্ষেত্রে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালু হতে পারে। সে ক্ষেত্রে সাধারণ পরীক্ষার পাশাপাশি বিষয়ভিত্তিক পরীক্ষাও থাকবে।
এই পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক। বছরে দুইবার এই পরীক্ষা হবে। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে সম্ভবত একবার পরীক্ষা হবে।