স্টাফ রিপোর্টার, গণ্ডাছড়া, ২৬ ডিসেম্বর।। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, ভারপ্রাপ্ত জেলাশাসক মিতা মল, পুলিশ সুুপার কিশোর দেববর্মা, অতিরিক্ত জেলাশাসক মোসলেম উদ্দিন আহমেদ।
তাছাড়া অতিরিক্ত জেলাশাসক অজিত শুক্লদাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. শুভাশিষ দেববর্মা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিতন দেববর্মা, গণ্ডাছড়া মহকুমা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ৷ মুখ্যমন্ত্রী প্রথমে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন৷
তিনি রোগীদের সাথে কথা বলেন ও তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী মহিলা বিভাগ ও শিশু বিভাগে চিকিৎসাধীন রোগীদের সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন৷ পরে মুখ্যমন্ত্রী হাসপাতালের মায়ের ঘর, সাধারণ বর্হিবিভাগও পরিদর্শন করেন৷
মুখ্যমন্ত্রী মহকুমা হাসাপাতালের কেন্টিন পরিচালকদের গুণগতমান সম্পন্ন খাবার সরবরাহের পরামর্শ দেন৷ পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে এক সভায় মিলিত হন৷
সভায় স্বাস্থ্য অধিকর্তা জানান, বর্তমানে গণ্ডাছড়া হাসপাতালে ৫ জন ডাক্তার কর্মরত রয়েছেন৷ আরও দুইজন ডাক্তার বিশেষ করে শিশুরোগ বিশেষজ্ঞ ও আয়ুষ বিভাগের ডাক্তারের প্রয়োজন রয়েছে৷