বর্তমান সরকারের সবচাইতে বড় সাফল্য হল ভয়মুক্ত ত্রিপুরা গড়া, জানিয়েছেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৬ ডিসেম্বর।। জনজাতিদের আর্থিক বিকাশ ও তাদের সামাজিক মানোন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার৷ জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে পৌঁছে যাচ্ছে উন্নয়নের ছোঁয়া৷ শিক্ষা থেকে স্বাস্থ্য সবক্ষেত্রেই অগ্রাধিকার দেওয়া হয়েছে৷

আজ গণ্ডাছড়ার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যালয় মাঠে আয়োজিত শহীদ চানমোহন ত্রিপুরার চতুর্থ বলিদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, রাজ্যে এখন গণতান্ত্রিক এবং শান্তির পরিবেশ বিরাজ করছে৷ বর্তমান সরকারের সবচাইতে বড় সাফল্য হল ভয়মুক্ত ত্রিপুরা গড়া৷

রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন এমন ৬টি পরিবারে একজন করে সরকারি চাকুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভয়মুক্ত ত্রিপুরা যেমন গড়ে উঠেছে তেমনি অন্যদিকে রাজ্যের সর্বত্র চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড৷ ধলাই জেলাতে হতে চলেছে ১০০ আসন বিশিষ্ট মেডিক্যাল কলেজ৷ উন্নত স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এই মেডিক্যাল কলেজটি স্থাপিত হলে রাজ্যের ছাত্রছাত্রীরা এখান থেকে মেডিক্যাল পড়ার সুুযোগ পাবেন৷

তিনি বলেন, কোন রাজ্যের উন্নয়নের প্রধান শর্ত হল উন্নত যোগাযোগ ব্যবস্থা৷ ইতিমধ্যেই সমগ্র রাজ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, গণ্ডাছড়া থেকে রইস্যাবাড়ি পর্যন্ত ২৮ কিলোমিটার রাস্তার কাজ দ্রত গতিতে এগিয়ে চলছে৷

তাছাড়া মনু থেকে মিজোরামের সিংলুম পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে৷ শুধু তাই নয় গণ্ডাছড়ায় তৈরি হচ্ছে নতুন মোটরস্ট্যাণ্ড৷ দ্রত কাজটি সম্পর্ণ করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ গণ্ডাছড়া মহকুমায় নিরাপত্তার কাজে নিয়োজিত টি এস আর জওয়ানদের জন্য ১১টি ব্যারাক নির্মাণ করার কাজ চলছে৷

তার জন্য ব্যয় হবে ৩ কোটি ৩৭ লক্ষ টাকা৷ রাজ্যের জনজাতি অধ্যুষিত ১২টি ব্লককে ইতিমধ্যেই অ্যাসপিরেশন্যাল ব্লক হিসেবে চিহ্ণিত করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হচ্ছে৷
তিনি বলেন, রাজ্যের অর্থকরি বনজ সম্পদ বাঁশকে কাজে লাগিয়ে গোটা পৃথিবীতে পরিচিতি পেয়েছে ত্রিপুরা৷

বাঁশ থেকে একদিকে যেমন তৈরি হচ্ছে সুুস্বাদু বিস্কিট তেমনি জাতীয় বাজারে কদর বেড়েছে বাঁশের তৈরি বোতলের৷ জনজাতিদের ঐতিহ্যবাহী রিসা এখন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে৷ মুখ্যমন্ত্রী পর্যটনের বিকাশে গণ্ডাছড়ায় ডম্বর জলাশয়কে কেন্দ্র করে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন৷

তিনি বলেন, রাজ্যে ভয় মুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশ স্থাপনে জনজাতি অংশের মানুষের বিশেষ ভূমিকা রয়েছে৷ অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বনজ সম্পদ ও ডম্বর জলাশয়কে কেন্দ্র করে পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?