অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। দীর্ঘ আট বছর আগে স্বপ্নাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র আনিজা নামে রাজস্থানের আজমীরের এক যুবক। অষ্টম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদে তিন একর জমি কিনে উপহার দিলেন ধর্মেন্দ্র। এই তরুণ জানিয়েছেন, নিজের অষ্টম বিবাহ বার্ষিকীতে স্ত্রী স্বপ্নার জন্য বিশেষ উপহার হিসেবে তিনি এই জমি কিনেছেন। ২৪ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্র ও স্বপ্নার বিবাহ বার্ষিকী।ধর্মেন্দ্র বলেছেন, আমি স্বপ্নাকে একটু চমকে দিতে চেয়েছিলাম। সাধারণত বেশিরভাগ মানুষই বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে গাড়ি, গয়না শাড়ি বা অন্যান্য জিনিসপত্র উপহার দেয়।
কিন্তু আমি স্বপ্নাকে অন্যরকম একটু উপহার দিতে চেয়েছিলাম। সেজন্যই আমি চাঁদে জমি কিনেছি। ধর্মেন্দ্র আমেরিকার লুনা সোসাইটি ইন্টারন্যাশনালের মাধ্যমে ওই জমি কিনেছেন। ধর্মেন্দ্র জানিয়েছেন, তাঁর এই কাজ শেষ করতে প্রায় এক বছর সময় লেগেছে। তবে শেষ পর্যন্ত নিজের পছন্দমত জায়গায় জমি কিনতে পেরে তিনি খুশি। ধর্মেন্দ্রর দাবি, রাজস্থানের প্রথম ব্যক্তি হিসেবেই সম্ভবত তিনি চাঁদে জমি কিনেছেন। অন্যদিকে স্বপ্না বলেছেন, স্বামীর কাছ থেকে এ ধরনের একটি অভিনব উপহার যে পাবেন সেটা তিনি আশাই করেননি। এ কারণে তিনি অত্যন্ত খুশি।
তবে শুধু জমি কিনে দেওয়া নয়, প্রতি বছরের মতো এবারও বিবাহ বার্ষিকীতে একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন ধর্মেন্দ্র ও স্বপ্না। তবে করোনাজনিত বিধিনিষেধ মেনেই এই পার্টি হয়। স্বপ্না এদিন বলেন, যখন ধর্মেন্দ্র যখন আমার হাতে জমি কেনার কাগজপত্র দিচ্ছিল তখন মনে হচ্ছিল আমরা সত্যিই চাঁদে আছি। উল্লেখ্য, বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানেই ধর্মেন্দ্র স্ত্রীর হাতে চাঁদে জমি কেনার দলিলের শংসাপত্র দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে শাহরুখ খান ও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছেন।