অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। সেলফি ছাড়া এখন আর চলেই না। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে রেস্টুরেন্টের আড্ডায়-সেলফি এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সেলফিতে প্রায়ই নিজেকে খারাপ দেখায়, আর ভালো লাগে অন্যদের। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু কৌশল অবলম্বন করতে পারেন।
অ্যাঙ্গেল: সেলফি সব সময় এমন অ্যাঙ্গেলে তোলা উচিত, যাতে এক পলকেই বোঝা না যায়, কে তুলেছে। অর্থাৎ আপনি এমনভাবে ক্যামেরাটি ধরবেন, যাতে আপনার হাত কম দেখা যায়।
ফ্রেম: যে কোনো ছবির ক্ষেত্রে ফ্রেম গুরুত্বপূর্ণ। আপনার ব্যাকসাইডের অ্যাঙ্গেল ঠিক করে নিন। ছায়া যেন না পড়ে। সেলফি তোলার সবচেয়ে ভালো সময় সূর্যোদয়ের মুহূর্ত অথবা সূর্যাস্তের ঠিক আগে।
স্বাভাবিকতা: সব সময় স্বাভাবিক থাকার চেষ্টা করুন। হাসবেন কিন্তু জোর করে নয়।
মাথার পজিশন: সেলফিতে মাথার পজিশন খুব গুরুত্বপূর্ণ। মাথা হালকা এদিক-ওদিক রাখতে পারেন।
একাধিক শট: ছবি তোলা সব সময় ধৈর্যের ব্যাপার। এক ক্লিকেই ভালো ছবি পাওয়া যায় না। বেশ কয়েকটি ক্লিক থেকে মনের মতো ছবিটি খুঁজে নিতে হয়।