অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। লক্ষ লক্ষ অনুরাগীকে স্বস্তি দিয়ে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আপাতত সুস্থ আছেন থালাইভা। রক্তচাপও নিয়ন্ত্রণে রয়েছে তাঁর। কিন্তু বর্তমানে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, গত কয়েকদিনে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। বড়দিনের দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন ‘থ্যালাইভা’ রজনীকান্ত।
উচ্চ রক্তচাপজনিত সমস্যার জন্য তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। রবিবার চিকিৎসকরা জানান, অভিনেতার সব রিপোর্ট হাতে আসে। ভয়ের কিছু না থাকায় তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত, রক্তচাপজনিত সমস্যা নিয়ে শুক্রবার হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ২৪ ঘণ্টা তাঁর পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের এক বড় দল। করোনা আবহে গত ১৪ ডিসেম্বর থেকে শ্যুটিং শুরু করেছেন রজনীকান্ত। কোভিড মেনেই শ্যুটিং শুরু করেন তিনি। যদিও কয়েকদিন আগে ‘অন্নাত্থে’-র সেটে আট জনের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে।
আপাতত শ্যুটিং বন্ধ। গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা পরীক্ষা করা হয়েছিল, রিপোর্ট নেগেটিভ এসেছে। এরপর থেকেই উনি আইসোলেশনে ছিলেন। প্রসঙ্গত, শীঘ্রই সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন রজনীকান্ত। ২০২১-এর জানুয়ারিতে অভিনেতা নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তিনি ঘোষণা করবেন বছরের শেষ দিনে, অর্থাত্ ৩১ ডিসেম্বর। যদিও রজনীকান্তের অসুস্থতা এই পরিকল্পনায় কোনওর হেরফের আনবে কিনা, সেটাই এখন দেখার।