অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে।
পার্নো মিত্র বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল টিভি সিরিয়াল থেকে। ২০০৭ সালে রবি ওঝার হাত ধরে উঠে আসা এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন।
তাঁর প্রথম ছবি “রঞ্জনা আমি আর আসবো না” জাতীয় পুরষ্কার লাভ করেছিল। এরপর বেডরুম, একলা আকাশ, মাছ মিষ্টি অ্যান্ড মোড়, আমি আর আমার গার্ল ফ্রেন্ডস, এর মতো একাধিক হিট ছবি দিয়েছেন।
এমনকি বোল্ড লুকেও নিজেকে ধরা দিয়েছেন। তাঁর পোস্ট করা বেশকিছু ছবি রীতিমতো ঘুম কেড়েছে নেটিজেনদের। এবার বড়দিন উপলক্ষে বিশেষ ফটোশ্যুট করলেন পার্নো মিত্র। আল হোয়াইট লুকে শ্যুট করলেন তিনি।
ফর্মাল লুক ফ্লন্ট করলেন অভিনেত্রী। সুট সেটে পার্নো এককথায় লাজবাব। এই লুককে লেডি বস লুক বলা হয়। স্ট্রেট হেয়ারের সঙ্গে পার্নো করেছেন স্মোকি আইজ। তবে শো স্টপার পার্নোর রেড স্টিল্যাটো।