একে একে সব শরিক এনডিএ ছেড়ে যাবে, কটাক্ষ শরদ পাওয়ারের

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন চলছে এক মাসেরও বেশি সময় ধরে। দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করছে। কিন্তু শুধু বিরোধী দল নয়, শাসক জোটের একাধিক শরিক দলও কৃষকদের পাশে এসে দাড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই দুই শরিক দল কেন্দ্রের এনডিএ সরকার ছেড়ে বেরিয়ে এসেছে।

আর এক দল যে কোনও বেরিয়ে আসবে বলে হুমকি দিয়েছে। এই ঘটনায় এনসিপি নেতা শরদ পাওয়ার তীব্র সমালোচনা করলেন মোদি সরকারের। বললেন, একে একে সব শরিকই বিজেপিকে ছেড়ে যাবে। অচিরেই ভেঙে যাবে এনডিএ। প্রায় দুই মাস আগে কৃষকদের পাশে দাঁড়াতে এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল শিরোমণি অকালি দল। শনিবার এনডিএ-এর আর এক শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টিও জোট ছাড়ার কথা ঘোষণা করেছে।

বিজেপির এক প্রাক্তন সাংসদ হারিন্দর সিংও কৃষকদের পাশে দাঁড়াতে শনিবার দল ছাড়ার কথা ঘোষণা করেছেন। তার প্রেক্ষিতেই এদিন কেন্দ্রের সমালোচনা করেছেন পাওয়ার। তিনি বলেছেন, কেন্দ্রে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার স্বেচ্ছাচারিতা চালাচ্ছে। বিরোধী দল তো বটেই, এনডিএ-র শরিক দলগুলিরও কথা বলার কোনও ক্ষমতা নেই।

তাই একটু স্বস্তির শ্বাস নিতে ওই সমস্ত শরিক দল এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। এনসিপি মুখপাত্র মহেশ তাপাসে বলেছেন, কেন্দ্রের এই নতুন কৃষি আইন সম্পূর্ণ কৃষক বিরোধী। সে কারণেই কৃষকরা এই আইন ঠেকাতে পথে নেমেছেন। বিজেপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই কৃষকদের সমর্থন করছে।

শেষ পর্যন্ত আরএলপির মত ছোট এক দলও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখিয়েছে। যা পরিস্থিতি তাতে আগামী দিনে এনডিএতে বিজেপি ছাড়া আর কেউই থাকবে না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?