৪১ বছর বয়সে মারা গেলেন লুক হারপার

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। পেশাদার রেসলিংয়ের জনপ্রিয় মুখ লুক হারপার মাত্র ৪১ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আসল নাম জন হুবার হলেও ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডব্লিউ ডব্লিউ ই) আসার পর লুক হারপার নামে পরিচিতি পান তিনি। অল ইন এলিট রেসলিংয়ে (এইডব্লিউ) আবার তার নাম ছিল ব্রডি লি। এইডব্লিউ’র পক্ষ থেকে জানানো হয়েছে, তার ফুসফুসে সমস্যা ছিল। তবে এটি করোনা সংক্রান্ত কোনো রোগ নয়। প্রামাণ্যচিত্র ভিত্তিক ডব্লিউ ডব্লিউ ই-তে হারপার ওয়্যাট ফ্যামিলির লুক রোয়ানকে (জোসেফ রুড) নিয়ে জিতেছিলেন এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ।

বিশ্বখ্যাত রেসলার র‍্যান্ডি অরটনের সঙ্গে জুটি বেঁধেও জিতেছিলেন ডব্লুডব্লুই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। ডলফ জিগলারকে (নিক নেমেথ) হারিয়ে একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়েছিলেন এই তারকা। র‍্যান্ডি অরটন, ক্রিস জেরিকো, ট্রিপল এইচ, কোডি রোডস থেকে শুরু করে ব্রেই ওয়্যাট, ড্রু ম্যাকিন্টায়ার, ড্যানিয়েল ব্রায়ান, ভিন্স ম্যাকমাহনসহ রেসলিং জগতের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন এই তারকার প্রতি। তার সহকর্মীদের অধিকাংশই মৃত্যুর খবরে হতবাক। ব্রাউন স্ট্রোম্যান লিখেছেন, ‘এটা কী হল! আমি কথা হারিয়ে ফেলেছি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?