কৃষকদের দুর্দশা বাড়াবে আইন, প্রধানমন্ত্রীকে দুষে আত্মঘাতী পাঞ্জাবের আইনজীবী

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। কৃষক বিক্ষোভকে ঘিরে ইতিমধ্যে তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এবার প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে আত্মঘাতী হলেন কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারী এক আইনজীবী। ওই ব্যক্তির নাম অমরজিৎ সিংহ। পাঞ্জাবের জালালাবাদের বাসিন্দা ওই আইনজীবী রবিবার টিকরি সীমানার কাছে বিষ খান। তাঁকে রোহতকের পিজিআইএমএস-এ নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে তিনি নিজের প্রাণ দিয়েছেন বলে নরেন্দ্র মোদিকে চিঠিতে লিখেছেন ওই আইনজীবী। তাঁর বক্তব্য, ৩টি কৃষক আইন করে সরকার সাধারণ মানুষ এবং কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। এর ফলে কৃষকদের বঞ্চনা আরও বাড়বে। উপকৃত হবে কর্পোরেট শ্রেণি। ওই সুইসাইড নোটের ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দেগেছেন অমরজিৎ। চিঠিতে তিনি লিখেছেন, যে তিনি আত্মহত্যা করছেন, যাতে সরকার কৃষকদের কথা শোনে। কৃষক আন্দোলনের জেরে কিছু দিন আগেই গুলি চালিয়ে আত্মঘাতী হন সন্ত রাম সিং। বিক্ষোভ থেকে ফিরে ২২ বছরের এক কৃষক বাড়িতে আত্মহত্যা করেন। পঞ্জাবের ৬৫ বছরের এক কৃষক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবার মৃত্যু হল ওই আইনজীবীর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?