অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। চলতি বছরের ১৪ জুন মুম্বইয়ে নিজের আবাসন থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। প্রথমে মুম্বই পুলিশ এবং পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত ভার নিজেদের হাতে নেয় সিবিআই। কিন্তু প্রায় পাঁচ মাস কাটতে চললেও এই নিজেদের তদন্ত রিপোর্ট এখনও আদালতে জমা দেয়নি সিবিআই। এই ঘটনা নিয়ে এবার কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থাকে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। সুশান্ত আত্মহত্যাই করেছেন বলে দাবি করেছে মুম্বই পুলিশ।
অভিনেতার দেহের ভিসের টেস্টের পর একই কথা জানিয়েছে এইমসও। কিন্তু এখনও পর্যন্ত সিবিআই এই বিষয়ে কিছু জানায়নি। এমনকি আদালতে রিপোর্টও জমা দেয়নি তারা। এই বিষয়টি নিয়েই কটাক্ষ করেছেন অনিল দেশমুখ। বলেছেন, ‘পাঁচ মাস হয়ে গেল সিবিআই বিষয়টি নিয়ে তদন্ত করছে। কিন্তু আজও কেউ জানতে পারল না সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ। সিবিআই’য়ের কাছে অনুরোধ এবার রিপোর্ট প্রকাশ করুন’।