উৎসবের মধ্যেই বন্দুকবাজের হামলা, আমেরিকায় নিহত ৩

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। আমেরিকা জুড়ে চলছে ক্রিসমাস উদযাপন। উৎসবের মধ্যেই শনিবার রাতে হঠাৎই এক বন্দুকবাজ হামলা চালাল আমেরিকায়। ওই বন্দুকবাজের হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়।

যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এই মুহূর্তে ওই তিনজন হাসপাতলে ভর্তি আছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

তবে এই প্রথম নয়, আমেরিকায় উৎসবের মরসুমে চলতি মাসে আগেও দুটি হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটে শনিবার রাতে কার্টার লেন এলাকায়। পুলিশ জানিয়েছে রকফোর্ড এলাকায় একটি বহুতল আবাসন থেকে এক আততায়ী এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

ওই গুলিতে ছয়জন জখম হন। যার মধ্যে দু’জন কিশোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ। পুলিশ পৌঁছনোর পরও ওই দুষ্কৃতী বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রকফোর্ড পুলিশ প্রধান ড্যান ওশিয়া জানিয়েছেন, কেন ওই ব্যক্তি গুলি চালিয়েছে তার তদন্ত চলছে। আপাতত তিন জনের মৃত্যু হয়েছে। তবে আহতদের সকলের অবস্থাই অত্যন্ত সংকটজনক। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই হামলার কারণ জানার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে মাঝেমধ্যেই এ ধরনের বন্দুকবাজের হামলা চলে। তবে চলতি মাসের ১৪ তারিখে ম্যানহাটনের সেন্ট জন ক্যাথিড্রাল চার্চেও একটি হামলা হয়েছিল। চার্চে হামলার ওই ঘটনায় অবশ্য কারও মৃত্যু হয়নি।

বরং পুলিশের গুলিতে ওই দুষ্কৃতীরা মৃত্যু হয়। চলতি মাসের ১৯ তারিখে ক্যালিফোর্নিয়াতেও এক বন্দুকবাজ হামলা চালিয়েছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?