দিয়েছে ভুল ঠিকানা ও ফোন নম্বর, ব্রিটেন ফেরত বহু যাত্রীর মিলছে না খোঁজ

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। ব্রিটেন ফেরত করোনা আক্রান্ত যাত্রীর সংখ্যা বেড়ে হল ১১৯। শনিবার ব্রিটেন থেকে আসা যাত্রীদের মধ্যে ৫৯ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এর ফলে ব্রিটেন থেকে আগত করোনা আক্রান্ত যাত্রীর সংখ্যা বেড়ে হল ১১৯।

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন মিউট্যান্ট ভাইরাসের আতঙ্ক ইতিমধ্যেই  প্রবল আকার ধারণ করেছে। যে কারণে ব্রিটেনের সঙ্গে সাময়িক বিমান চলাচল নিষিদ্ধ করেছে মোদি সরকার।

এরই মধ্যে ব্রিটেন থেকে ফেরা দক্ষিণ ভারতের ২৭৯ জন যাত্রীকে নিয়ে নতুন উদ্বেগে পড়েছে সরকার। কারণ ওই ২৭৯ জন যাত্রীর কোনও খোঁজ মিলছে না। জানা গিয়েছে, ওই যাত্রীদের মধ্যে ১৮৪ জন নিজেদের ঠিকানা ও ফোন নম্বর ভুল দিয়েছিলেন। বেপাত্তা হয়ে যাওয়া যাত্রীদের মধ্যে রয়েছে অন্ধপ্রদেশের ৯২ জন।

এছাড়াও কেরল, কর্নাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানার বেশ কিছু যাত্রীও রয়েছেন। তেলেঙ্গানার জন স্বাস্থ্য অধিকর্তা জি শ্রীনিবাস রাও জানিয়েছেন, অন্য রাজ্যের যে সমস্ত যাত্রীদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের বিস্তারিত বিবরণ সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

যাদের এখনও খোঁজ পাওয়া যায়নি তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। রাও আরও জানিয়েছেন, ব্রিটেনে নতুন স্ট্রেনের সংক্রমণ ধরা পড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে মানুষকে সজাগ থাকতে হবে।

সামাজিক দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক পরার মত বিভিন্ন বিধি-নিষেধ মেনে চলতে হবে। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ব্রিটেন থেকে যে সমস্ত যাত্রী উত্তরপ্রদেশে ফিরেছেন তাদের অনেকের খোঁজ মিলছে না।

ব্রিটেন থেকে উত্তরপ্রদেশে ফিরেছেন ১৬৫৫ জন। তার মধ্যে মাত্র ১০৮৭ জলের খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত ৬০৯ জন যাত্রীর করোনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?