২০৩০-এর মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। আগামী ১০ বছরের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। পাঁচ বছরের মধ্যেই ভারত ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে আসবে। শনিবার একটি আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষণা সংস্থা তাদের সমীক্ষা রিপোর্টে এই দাবি করেছে।

উল্লেখ্য, ২০১৯-এ ব্রিটেনকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছিল ভারত। কিন্তু করোনাজনিত পরিস্থিতিতে চলতি বছরে ভারত ফের ছয় নম্বরে চলে যায়। সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ নামে ওই আন্তর্জাতিক সমীক্ষা সংস্থাটি জানিয়েছে, পাঁচ বছরের মধ্যেই ব্রিটেনকে টপকে ৫ নম্বর স্থানটি দখল করবে ভারত।

সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ভারত যদি তার আর্থিক বৃদ্ধির বর্তমান ধারা বজায় রাখতে পারে তাহলে ২০২৫-এ ব্রিটেনকে টপকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ২০২৭ এবং ২০৩০ সালে যথাক্রমে জার্মানি এবং জাপানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসবে ভারত। সে ক্ষেত্রে ভারতের সামনে থাকবে শুধুমাত্র আমেরিকা ও চিন।

তবে বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে এই দুই দেশের পার্থক্যটা অনেক বেশি। ওই সমীক্ষা রিপোর্টে আরও জানানো হয়েছে, করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে ২০২১ থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার বাড়তে শুরু করবে। ২০২১-এ ৯ শতাংশ এবং ২০২২-এ ৭ শতাংশ আর্থিক বৃদ্ধি হবে ভারতের। যদিও এই সমীক্ষার রিপোর্ট অনুমানের ভিত্তিতে তৈরি।

ব্রিটেনের এই সংস্থার দাবি, আগামী দিনে ভারতে উৎপাদন ক্ষেত্রে বড় ধরনের বৃদ্ধি আসবে। উৎপাদনে ভর করেই ভারতীয় অর্থনীতি নতুন করে চাঙ্গা হয়ে উঠবে। করোনার ভ্যাকসিন এসে গেলে মানুষের মধ্যে আতঙ্ক অনেকটাই কমবে।

অর্থনীতির উত্থানের ক্ষেত্রে যা বিশেষ কার্যকর হবে বলেও ওই সমীক্ষায় জানানো হয়েছে। একই সঙ্গে ওই সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৮-এ আমেরিকাকে পিছনে ফেলে চিন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?