স্টাফ রিপোর্টার, খোয়াই, ২৭ ডিসেম্বর।। খোয়াই থানাধীন লালছড়া এলাকায় এক যুবকের মৃতদেহ উদ্ধার। মৃত যুবকের নাম নিরঞ্জন দেব (৩২) । আজ সকালে প্রাতঃভ্রমণ কারীরা লালছড়া খোয়াই কলেজ সংলগ্ন রাস্তার পাশে পাকা ড্রেন এর মধ্যে পড়ে থাকতে দেখতে পায় মৃতদেহ। প্রাতঃভ্রমণ কারীরা মৃতদেহের পাশে এসে দেখতে পায় লালচড়া এলাকার এই যুবক নিরঞ্জন দেব। সাথে সাথে পরিবারের লোকজনকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছেছে থানার পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ পাকা ড্রেন থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে।
ঘটনার বিবরণে জানা যায়, নিরঞ্জন ও তার মা লালছড়া এলাকায় দীনেশ রায়ের বাড়িতে ভাড়া থাকে। নিরঞ্জন খোয়াই শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী। গতকাল রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ কাপড়ের দোকান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গতকাল রাত আর বাড়ি ফিরেনি। তার মা ও তার বড় ভাই রাত বারোটা নাগাদ অনেক খুজাখুজির করার পর তাকে আর পাইনি।
আজ সকালে প্রাতঃভ্রমণ কারীরা দেখতে পায় তার মৃতদেহ লালছড়া রাস্তার পাশে পাকা ড্রেন এ। পুলিশ জানায় প্রাথমিক তদন্তে মৃতদেহের শরীরে কোন ধারালো অস্ত্রের আঘাত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানায়। এই ঘটনাকে ঘিরে খোয়াই লালছড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।