মা-বাবা একটু সচেতন হলেই সন্তানের জন্য সুন্দর নাম রাখা যায়

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। নবজাতক পৃথিবীতে আসার পর সবচেয়ে সুন্দর যে উপহারটি পায়, সেটি ‘নাম’। পরবর্তী জীবনে অনেকেই এই নাম নিয়ে পড়ে বিপাকে। কেউ কেউ ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হয়। অথচ মা-বাবা একটু সচেতন হলেই সন্তানের জন্য নির্বাচন করতে পারেন সুন্দর একটি নাম। নারী বিষয়ক ওয়েবসাইট ফেমিনা কিছু প্রক্রিয়ার কথা জানিয়েছে, যেগুলো অনুসরণ করে আপনি সন্তানের সুন্দর নাম নির্বাচন করতে পারেন।

যেমন আপনার পছন্দ

আগে নিজেকে প্রশ্ন করুন, কী ধরনের নাম আপনার পছন্দ। নামানুসারে অনেক সময় সন্তানের ব্যক্তিত্ব গড়ে ওঠে। এটি অবচেতন মনের প্রভাব। অনেকে ব্যতিক্রম কিংবা অদ্ভুত নাম পছন্দ করে থাকেন। সেটি করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, তার যেন ভালো একটি অর্থ থাকে।

সেকেলে নাম?

অনেকে পুরোনো দিনের নাম পছন্দ করেন। সব পুরোনো নামই যে শুনতে ‘খারাপ’ বিষয়টি তেমন নয়, কিন্তু আধুনিক যুগের ছেলে-মেয়েরা ওই নাম নিয়ে পরবর্তীতে বিব্রত হতে পারে। তাই এ ধরনের নাম এড়িয়ে চলা ভালো।

ঐতিহ্য বনাম ফ্যাশন-

নাম রাখার ক্ষেত্রে অনেক পরিবারে একটা ঐতিহ্য থাকে। অনেকে নির্দিষ্ট অক্ষর দিয়ে পরবর্তী প্রজন্মের নাম শুরু করেন। এটি দারুণ ব্যাপার। এ ধরনের নামে সন্তান নিজেকে ‘অভিজাত’ মনে করে থাকে। বাড়তি আত্মবিশ্বাস পায়।

অনেক পরিবার আবার ঐতিহ্য থেকে বেরিয়ে এসে যুগের সঙ্গে তাল মেলাতে চায়। জনপ্রিয় কোনো উপন্যাস থেকে নাম নিয়ে সন্তানের নাম রাখতে চায়। এটিও হতে পারে। দিন শেষে ব্যাপারটি আপনার হাতে। আপনি কীভাবে চিন্তা করছেন, সেটিই আসল ব্যাপার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?