অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। আগামী বছর ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে দুটি ইভেন্টই হবে ২০২৩ সালে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে ফিফা জানিয়েছে, কভিড-১৯ মহামারীর কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৯ সালে পোল্যান্ডে হওয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে মুকুট পরেছিল ইউক্রেনের যুবারা।
একই বছর মেক্সিকোকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছিল স্বাগতিক ব্রাজিল। নভেল করোনাভাইরাসের কারণে এবার অনেক আসরই এভাবে পিছিয়ে গেছে। তবে কয়েক মাস হলো বিভিন্ন টুর্নামেন্ট শুরু হওয়ায় একটু আশা জেগেছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কভিড-১৯ এখনো বড় চ্যালেঞ্জ।
এখনো আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সঙ্গে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিষ্কার যে বিশ্বজুড়ে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। ’ আয়োজক দুই দেশই তাদের বিশ্বকাপের প্রস্তুতি অনেকটাই এগিয়ে ফেলেছে। এ জন্য তাদের কৃতজ্ঞতা জানিয়েছে ফিফা।