বিরোধীরা আমাকে গণতন্ত্রের পাঠ শেখাতে চাইছে, বললেন মোদি

অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। বিরোধীরা আমাকে গণতন্ত্রের পাঠ শেখাতে চাইছে। কিন্তু গণতন্ত্র কী জিনিস এবং তাকে কিভাবে রক্ষা করতে হয় সেটা আমি জানি। তাই বিরোধীদের আমাকে সেই পাঠ শেখানোর কোনও প্রয়োজন নেই। বরং তারা নিজেরাই গণতন্ত্র সম্পর্কে ভাবুক। তাদের জানা উচিত, একসময় কারা দেশে জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিল। এ দেশের ইতিহাসে সেই জরুরি অবস্থা আজ এক কলঙ্কজনক অধ্যায় সেটা এই সমস্ত নেতারা হয়তো ভুলে গিয়েছেন।রাজনৈতিক মহল মনে করছে, প্রধানমন্ত্রী এদিন নাম না করে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে আক্রমণ করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এদিন জম্মু-কাশ্মীরের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যবিমা প্রকল্পের সূচনা করেন।

আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে জম্মু ও কাশ্মীরে ১ কোটি ৩০ লক্ষ মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবেন। তাঁরা বিশেষ উপকৃত হবেন এই প্রকল্পে। কেন্দ্রে কোন এক দল দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কাশ্মীরের উন্নয়নের জন্য এ ধরনের কোনও প্রকল্প আনেনি। কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে চিহ্নিত হওয়ার পর এত অল্প সময়ের মধ্যে কোথাও নির্বাচন হয়নি। সেটা আমরা করে দেখিয়ে দিলাম। প্রধানমন্ত্রী আরও বলেন, কাশ্মীরে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এটা দেশের জন্য গৌরবের। অথচ আমাদের গণতন্ত্রের পাঠ দিতে আসছে কয়েকটি দল।

ওই সমস্ত দলের নেতারা দিল্লিতে ঠান্ডা ঘরে বসে রাজনীতি করেন। কিন্তু আমরা তা করি না। আমরা মেহনতী মানুষের কথা, কৃষকের কথা ভাবি। সে কারণেই সরকার কিষাণ নিধি প্রকল্প চালু করেছে। কৃষকদের উন্নয়নের জন্য তাঁর সরকার বদ্ধপরিকর। তাঁর সরকার কোনওভাবেই কৃষকদের ক্ষতি হতে দেবে না। বরং কৃষকদের আয় ও জীবনযাত্রার মান বাড়ানোই তাঁর সরকারের একমাত্র লক্ষ্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?