স্পেশ্যাল চেকিং-এর সময় অস্ত্র সহ গ্রেফতার দুই জঙ্গি

অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নরওয়াল এলাকায় পুলিশ চেকিংয়ের সময় দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ৷ দু’জনের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও হাতিয়ার উদ্ধার করা হয়েছে৷

জানা গিয়েছে, দু’জন ব্যক্তিই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে৷ আরও জানা গিয়েছে, নতুন বছরে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল তাদের৷ জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, বড়দিনের দিন বিকেল ৫:৩০ টায় এসওজি নরওয়াল থেকে শ্রীনগরগামী রাস্তায় গাড়ির চেকিং চলছিল৷

পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে বেশ কিছু জঙ্গি প্রচুর পরিমাণ অস্ত্র নিয়ে ওই এলাকায় দিয়ে যেতে পারে। এই খবরের ভিত্তিতে স্পেশ্যাল চেক পয়েন্ট তৈরি করা হয়েছিল৷ সেখানে জেকে ১৮এ ৯৯৬৭ নম্বরের সাদা অল্টোকে চেকিংয়ের জন্য আটকাতেই চেকিং পয়েন্ট থেকে সেটি পালানোর চেষ্টা করে ৷

এরপর গাড়ি থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে একজন টিআরএফ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে৷ তাদের কাছ থেকে একে সিরিজের রাইফেল, ১ পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড ও ১৫ পিস্তল রাউন্ড পাওয়া গিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?