অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। এক স্টেশন থেকে অন্য স্টেশনের পথে ছুটে চলেছে যাত্রীবোঝাই মেট্রো। আর পাঁচটা দিনের মতোই চলছে অনায়াস যাতায়াত। কিন্তু অদ্ভূত ব্যাপার হল, মেট্রোতে কোনও চালকই নেই।সোমবার থেকে রাজধানীর বুকে ছুটবে চালকবিহীন মেট্রো।
দেশে প্রথমবার এই ঘটনা ঘটতে চলেছে। এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দীর্ঘ ৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে চালকহীন স্বয়ংক্রিয় মেট্রো। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই ঘোষণা করেছে।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী ৩৭ কিলোমিটার দীর্ঘ ম্যাজেন্টা লাইনে (জনকপুরী পশ্চিম থেকে বোটানিকাল গার্ডেন) দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেন চলাচলের সূচনা করবেন এবং ভ্রমণের জন্য গতিশীলতা কার্ড (এনসিএমসি) চালু করবেন। “দিল্লি মেট্রো এখন পর্যন্ত ভারতের বৃহত্তম মেট্রো এবং কলকাতার পরেই দেশের সবথেকে পুরনো।
২০০২ সালের ২৫ ডিসেম্বর শাহদারা থেকে তিস হাজারি পর্যন্ত মাত্র ছয়টি স্টেশন নিয়ে 8.২ কিমি বিস্তৃত মেট্রো সার্ভিস উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।