অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। কেন্দ্রের আনা বিতর্কিত কৃষি আইনকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। গত বৃহস্পতিবার এই নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করতে যাওয়ার সময় পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে কেন্দ্রকে সম্প্রতি কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি। বলেছিলেন, ‘দেশে গণতন্ত্র নেই। যাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কথা বলবেন, তাঁরাই সন্ত্রাসবাদী তকমা পাবেন। আরএসএস প্রধান মোহন ভগবতও যদি মোদির বিরোধীতা করেন, তবে তাঁকেও জঙ্গি বলা হবে।
‘ এই বিষয়টি নিয়ে নাম না করে রাহুলকে পাল্টা কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কিছু রাজনৈতিক শক্তি আমাকে জ্ঞান দিতে আসে গণতন্ত্র নিয়ে। কিন্তু তাঁরাই আবার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পদুচেরিতে পুরসভার নির্বাচন করায়নি। কিন্তু গণতন্ত্র যাতে মজবুত হয় তার জন্য আমরা এক বছরের মধ্যে কাশ্মীরে নির্বাচন করিয়েছি’।