অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। বেশ হাই-প্রোফাইল কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সব ঠিক থাকলে আগামী জানুয়ারিতে সালমা খাতুন, জাহানারা আলমদের দায়িত্ব নেবেন মার্ক রবিনসন। যিনি ইংল্যান্ড নারী দলের প্রধান কোচ ছিলেন। রবিনসনের অধীনেই ইংল্যান্ড নারী দল ২০১৭ সালে বিশ্বকাপ জয় করে। তার নিয়োগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইংয়ের প্রধান নাদেল চৌধুরী। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের মেয়েদের কোচের পদ ফাঁকা। টুর্নামেন্টে গ্রুপ পর্বের চার ম্যাচের সব কটিতে হারে বাংলাদেশ।
এরপর ভারতীয় কোচ অঞ্জু জেইনের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। জানুয়ারির শুরুতে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বিসিবি। ২০২১ বিশ্বকাপ বাছাই সামনে রেখে সিলেটে হবে সালমা-জাহানারাদের প্রস্তুতি পর্ব। সব ঠিক থাকলে সেই পর্বে নতুন কোচকেও পেয়ে যাওয়ার কথা সালমাদের। ‘আমরা আশা করছি তিনি (মার্ক রবিনসন) আমাদের মেয়েদের প্রস্তুতি ক্যাম্পের শুরুতেই যোগ দেবেন। ’- বলেন নাদেল চৌধুরী। শ্রীলঙ্কায় ২৬ জুন থেকে ১০ জুলাই অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ বাছাই। এর আগে করোনাভাইরাসের কারণে যা স্থগিত করা হয়েছিল।
৫৩ বছর বয়সী মার্ক রবিনসনের সঙ্গে চুক্তি হতে পারে দুই বছরের। সাবেক সাসেক্স কোচ ২০১৯ সালের আগস্টে ইংল্যান্ডের মেয়েদের দায়িত্ব থেকে অব্যাহতি পান। মেয়েদের অ্যাশেজে হারের কারণে তাকে ছাঁটাই করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। রবিনসন ২০১৭ সালে ইংল্যান্ডকে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া ছাড়াও ২০১৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যান।