কৃষক ইউনিয়নের প্রতিনিধিরা মঙ্গলবার সরকারের সঙ্গে ফের বৈঠকে বসবে

অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। সরকারের দেওয়া প্রস্তাব কার্যত মেনে নিল কৃষক ইউনিয়নগুলি। শুক্রবার প্রধানমন্ত্রী ফের একবার কৃষকদের আলোচনায় বসার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে শনিবার বিকেলে ৪০টি কৃষক ইউনিয়নের প্রতিনিধিরা বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর কৃষক সংগঠনগুলি সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবার তারা সরকারের সঙ্গে আলোচনায় বসবে। ইতিমধ্যেই কৃষক ইউনিয়নের পক্ষ থেকে সরকারকে চিঠি দিয়ে এই কথা জানানো হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, তিনটি কৃষি আইন বাতিল করার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন নতুন আইনে কৃষকদের জমি কোনওভাবেই কেড়ে নেওয়া হবে না। শুধু তাই নয় এই আইনের ফলে কৃষকদের স্বাধীনতা ও আয় অনেক বাড়বে। তারা নিজেদের ফসল বিক্রি করে অধিক অর্থ পাবেন। কিন্তু কিছু বিরোধী রাজনৈতিক দল তাদেরকে ভুল বোঝাচ্ছে। তাই কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে কোন ধোঁয়াশা থাকলে সরকারের সঙ্গে আলোচনা করলেই সেটা কেটে যাবে।একই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষকদের ফের একবার আলোচনার টেবিলে আসার কথাও বলেছিলেন।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রেক্ষিতে এদিন কৃষক সংগঠনের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনায় বসেন। সেই আলোচনা শেষে তাঁরা সরকারের সঙ্গে একবার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। ২৯ ডিসেম্বর মঙ্গলবার এই আলোচনা হবে। তবে কবে, কখন ও কোথায় এই আলোচনা হবে সে বিষয়টি এখনও স্থির হয়নি। মনে করা হচ্ছে সরকার কৃষক প্রতিনিধিদের ওই চিঠি খতিয়ে দেখার পরই এ ব্যাপারে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?