উইলিয়ামসনের ব্যাটে প্রথম দিন নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। মাউন্ট মঙ্গানুইয়ে বক্সিং-ডে টেস্টের প্রথম দিনটা শক্ত অবস্থানে থেকেই শেষ করেছে নিউজিল্যান্ড। যদিও শুরুটা ছিল তাদের একেবারেই ছন্নছাড়া। শাহিন শাহ আফ্রিদির তোপে মাত্র ১৩ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৮৭ ওভারে ৩ উইকেটে ২২২ রানে শনিবার প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

উইলিয়ামসন অপরাজিত আছেন ৯৪ রানে। অন্যপ্রান্তে ৪২ রানে অপরাজিত হেনরি নিকোলস। তৃতীয় উইকেটে উইলিয়ামসনের সঙ্গে ১২০ রান যোগ করে রস টেলর আউট হন ব্যক্তিগত ৭০ রানে। টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পাকিস্তান। বল হাতে নিয়েই প্রথম ওভারে জ্বলে ওঠেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ৪ রান করা ওপেনার টম ল্যাথামকে বিদায় দেন তিনি। ল্যাথাম বেশিক্ষণ ক্রিজে টিকতে না পারলেও, উইকেটে থাকার জন্য লড়াই করেছেন আরেক ওপেনার টম ব্লান্ডেল। উইকেট বাঁচিয়ে খেলতেই মনোযোগী ছিলেন তিনি।

তবে ১১তম ওভারে আর নিজেকে বাঁচাতে পারেননি ব্লানডেল। সেই আফ্রিদির কাছেই আত্মসমর্পণ করেন তিনি। ২৯ বল খেলে ৫ রান করে আউট হন ব্লান্ডেল। ফলে ১৩ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ধাক্কা সামলে নিউজিল্যান্ডকে খেলায় ফেরান অধিনায়ক উইলিয়ামসন ও টেইলর। প্রথম সেশনের বাকি সময়ের পর দ্বিতীয় সেশনও পুরোটাই পার করে দেন দুজন। চা বিরতির পর টেলরকে নিজের তৃতীয় শিকার বানান শাহিন আফ্রিদি। ১০ চার ও ১ ছক্কায় ১৫১ বলে ৭০ রান করেন টেলর। এরপর হেনরি নিকোলসকে নিয়ে আবারো বড় জুটি গড়েন উইলিয়ামসন। দিন শেষ করেছেন তারা বিচ্ছিন্ন থেকে। দুইবার জীবন পাওয়া উইলিয়ামসন ২৩তম সেঞ্চুরির অপেক্ষা নিয়ে দিন শেষ করেন।

২৪৩ বলে ৮ চার ও ১ ছক্কায় নিজের অনবদ্য ইনিংসটি সাজান উইলিয়ামসন। পাকিস্তানের পক্ষে দিনের সফল বোলার আফ্রিদি। কিউইদের এদিনের তিনটি উইকেটই তার। ২০ ওভার বল করে ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

টস: পাকিস্তান
নিউজিল্যান্ড: ২২২/৩ (৮৭ ওভার) (উইলিয়ামসন ৯৪*, টেইলর ৭০, আফ্রিদি ৩/৫৫)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?