অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। ঠিক এক মাস আগে অর্থাৎ ২৫ শে নভেম্বর মৃত্যু হয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার। মৃত্যুর একমাস পরেই ছিল বড়দিন। বড়দিন উপলক্ষে ভারতের এক রাজ্যে তৈরি কেকে জীবন্ত হয়ে উঠলেন মারাদোনা। তবে ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মারাদোনার কেকের উচ্চতা ছিল ছয় ফুট। তামিলনাড়ুর রমানাথপুরমের এক বেকারি বড়দিন উপলক্ষে এই বিশেষ কেক তৈরি করে। এভাবে এক অভিনব কেকের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ফুটবলের রাজপুত্রকে। শ্রদ্ধা জানাতেই মারাদোনার আদলে ওই কেক প্রস্তুত করা হয় বলে সংশ্লিস্ট বেকারি জানিয়েছে।
ছয় ফুটের এই কেক অবশ্য খাওয়ার জন্য নয়, শুধুমাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়। ক্রিসমাসে তাঁকে স্মরণ করতেই ওই বেকারি এই বিশেষ কেক তৈরির সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। তবে চিরাচরিত নীল-সাদা জার্সি গায়ে ছিল না মারাদোনার। বরং তাঁর গায়ে ছিল বার্সিলোনার জার্সি। তবে এই ক্লাবে খুব বেশিদিন খেলতে দেখা যায়নি তাঁকে।অভিনব এই কেক দেখতে বহু মানুষ ভিড় করেন। যাদের মধ্যে অনেকেই ছিলেন আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়কের অন্ধ ভক্ত। প্রদর্শনীতে দেখা গিয়েছে, অনেকেই মারাদোনার কেককে প্রণাম করছেন। প্রায় ২৫০ কিলোমিটার দূর থেকেও বেশ কয়েকজন মারাদোনা ভক্ত ছুটে এসেছেন ওই কেক দেখতে।
সংশ্লিষ্ট বেকারির মালিক জানিয়েছেন, তাঁদের তৈরি এই কেক দেখতে যে মানুষ এভাবে দৌড়ে আসবেন এতটা তাঁরা আশা করেননি। এ থেকেই বোঝা যাচ্ছে, এ দেশেও ফুটবল প্রেমীদের কাছে মারাদোনা কতটা জনপ্রিয় ছিলেন। মারাদোনার মৃত্যুর পরও বিতর্ক অবশ্য পিছু ছাড়েনি। ইতিমধ্যেই আর্জেন্টিনার এক আদালত মারাদোনার দেহ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। তাঁর ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ মেটাতেই আদালত এই নির্দেশ জারি করে।