অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইএফএ সচিব পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন জয়দীপ মুখোপাধ্যায়! যা নিয়ে শনিবার কলকাতা ময়াদানে শুরু হয়েছে তুমুল আলোড়ন। সূত্র মারফত খবর, প্রেসিডেন্ট অজিত বন্দোপাধ্যায় কে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন কলকাতায় আইলিগ আয়োজনের পর সচিব পদ থেকে সরে দাঁড়াবেন। চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন এবং আমরাই খবর কে বলেছেন, ‘আমি চিঠি পেয়েছি। তবে কী কারণে পদত্যাগ তা বুঝতে পারছিনা। আমি কথা বলব। তবে ফোনে ওর সঙ্গে কথা হয়েছে। জয়দীপ যখন যা সিদ্ধান্ত নিয়েছে ওর পাশে থেকেছি। আমি চাই ও যেভাবে কাজ করছিল সেভাবে কাজ করুক, আমি সবরকমভাবে সাহায্য করব।
‘ বিশ্বস্ত সূত্রে খবর, কন্যাশ্রী কাপে পুলিশ এসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ‘অবৈধ’ খেলোয়াড় খেলানো নিয়ে নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিয়ে যত ডামাডোল। লিগে একজন ফুটবলার বাংলার না বাইরের তা নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এর আগে গ্রুপ লিগে চারজন ভিন রাজ্যের ফুটবলার ইস্টবেঙ্গল খেলানোয় পয়েন্ট কাটা যায় তাদের। একই অবস্থা হয় প্লে-অফের ম্যাচে। পুলিশ এসি-র বিরুদ্ধে প্লে অফের ম্যাচে ইস্টবেঙ্গল মিরা বেগমকে খেলানোয় আপত্তি জানিয়ে চিঠি দিয়েছিল পুলিশ। শুক্রবার এই নিয়েই সভা ছিল, সেখানে দেখা যায় ইস্টবেঙ্গলের পাশাপাশি আইএফের নথিভুক্তির কাগজপত্রে কিছু ত্রুটি ধরা পরে। এই নিয়ে সভায় সিদ্ধান্ত হয় ম্যাচটি রিপ্লে দেওয়া হবে এবং তা ঘোষণা করেন আইএফএ সচিব।
জয়দীপ বলে দিয়েছেন, ‘সময় দিতে পারছি না তাই ব্যাক্তিগত কারণে ইস্তফা। আরও উন্নতির প্রয়োজন। কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ বা অভিমান নেই।’ তবে যে খেলা নিয়ে গণ্ডগোল সেটি অবশ্য এদিন ইস্টবেঙ্গল মাঠে চলছে।