অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। মাফিয়ারা অবিলম্বে মধ্যপ্রদেশ না ছাড়লে তিনি তাদের মাটির ১০ ফুট নিচে পুঁতে দেবেন। শনিবার এই ভাষাতেই সমাজবিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানালেন, রাজ্যের বাসিন্দাদের কোনওভাবেই তিনি সমস্যায় পড়তে দিতে চান না। এদিন মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলায় এক সভায় এ ধরনের আক্রমণাত্মক মেজাজেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিককালে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি এভাবে এবং এত কড়া ভাষায় দুষ্কৃতী ও সমাজবিরোধীদের হুঁশিয়ারি দেননি।
এদিনের সভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ সমাজবিরোধী থেকে মাদক ব্যবসায়ী কেউই আইনের হাত থেকে ছাড় পাবে না। মুখ্যমন্ত্রী বলেন, আমি সাংঘাতিক মেজাজে রয়েছি। বেআইনি কাজে যারা যুক্ত তাদের কাউকে ছাড়ব না। বরং দুষ্কৃতী ও সমাজবিরোধীদেরই মধ্যপ্রদেশ ছাড়তে হবে। না হলে আমি তাদের মাটির ১০ ফুট নিচে পুঁতে দেব। কেউ তাদের হদিশও পাবে না। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, কোনও রাজ্যে সুষ্ঠু প্রশাসনের অর্থ হল সেখানে কাউকে কোনও বিপদ বা সমস্যায় পড়তে হবে না। মধ্যপ্রদেশে তেমনই এক সরকার চলছে।
এর আগেও মুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছিলেন, আইন মেনে চলা মানুষের কাছে বিজেপি সরকার ফুলের মতই নরম। কিন্তু শয়তানদের কাছে বজ্রপাতের মত ভয়ঙ্কর। উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশে মাদক পাচারকারীদের ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠেছে। বিশেষত রাজ্যের ১৫ টি জেলায়। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। শিবরাজ চান না, বিরোধী বিশেষ করে কংগ্রেস কোনও ভাবেই তার সরকারের সমালোচনা করার সুযোগ পাক। প্রসঙ্গত, এদিনই মধ্যপ্রদেশের মন্ত্রিসভায় ধ্বনি ভোটে ‘লাভ জেহাদ’ বিরোধী বিল পাস হয়ে গিয়েছে। এই বিল আইনে পরিণত হলে সর্বাধিক ১০ বছরের কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে।