যুক্তরাষ্ট্রকে টপকে ৮ বছরেই বৃহত্তম অর্থনীতির দেশ হবে চীন

অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। করোনা মহামারী বিশ্ব অর্থনীতির বড় ক্ষতি করলেও চীনের অর্থনীতির ওপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। এই সুবাদে ২০২৮ সালেই যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে আসবে চীন।

ব্রিটেনের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা ‘সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ’ এমনটাই দাবি করেছে। আর্থিক শক্তিবৃদ্ধির নিরিখে বিশ্বের অন্যতম দুই ক্ষমতাধর রাষ্ট্রের অবস্থান পাল্টালেও, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানের অবস্থান পাল্টানোর তেমন সম্ভাবনা কম। তবে গবেষণা সংস্থাটি বলছে, ২০৩০ সালের শুরু দিকে তাদের টপকে তৃতীয় স্থানে উঠে আসতে পারে ভারত। সে ক্ষেত্রে জার্মানি চতুর্থ থেকে পঞ্চম স্থানে চলে যেতে পারে। পঞ্চম স্থানে থাকা ব্রিটেন ২০২৪ সাল নাগাদ ষষ্ঠ স্থানে নেমে যেতে পারে।

এতে দাবি করা হয়, কভিড মহামারী চলা সত্ত্বেও অনেকটা ছন্দেই রয়েছে চীনের অর্থনীতি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনো বিধ্বস্ত। এই ব্যবধানের জন্যই দীর্ঘ মেয়াদে লাভবান হবে চীন। কারণ, করোনার কারণে চীনের বর্তমান আর্থিক বৃদ্ধির তেমন হেরফের হয়নি। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ‘বেশ কিছু বছর ধরেই চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও ক্ষমতার লড়াই চলে আসছে।

কিন্তু করোনা মহামারী পরিস্থিতিতে অর্থনৈতিক দিক থেকে চীন অনেকটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে। ‘ সময়মতো লকডাউন ঘোষণা করে দক্ষ হাতে কভিড পরিস্থিতি সামাল দিতে পেরেছে বলেই অন্যান্য দেশের তুলনায় চীন তাড়াতাড়ি মহামারীর প্রকোপ কাটিয়ে উঠতে পেরেছে বলেও দাবি করেছে ওই সংস্থা। করোনা ছড়িয়েছিল উহান থেকে।

কিন্তু উহান বাদে চীনের অন্য প্রদেশে তেমনভাবে ছড়ায়নি কভিড। ফলে দেশের নিরিখে আর্থিক ক্ষতির মুখও তেমনভাবে দেখতে হয়নি চীনকে। আগামী কয়েক বছরে চীনের গড় আর্থিক প্রবৃদ্ধির পূর্বাভাসও প্রকাশ করেছে গবেষণা সংস্থাটি। তারা জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৫.৭ শতাংশ আর্থিক প্রবৃদ্ধি হবে চীনের।

২০২৬ থেকে ২০৩০ পর্যন্ত প্রবৃদ্ধির গতি কিছুটা কমলেও, ওই ৪ বছরে অন্তত ৪.৫ শতাংশ করে প্রবৃদ্ধি ঘটবে। অন্যদিকে, কভিড সংকট কাটিয়ে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছন্দে ফিরবে বলে এতদিন মনে করছিলেন বিশেষজ্ঞরা।

কিন্তু এই মুহূর্তে সে দেশের যা পরিস্থিতি, তাতে ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রতিবছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ১.৯ শতাংশ করে কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর থেকে প্রতিবছর ১.৬ শতাংশ করে দেশটির প্রবৃদ্ধি কমতে পারে।

বৈশ্বিক অর্থনৈতিক শক্তির তালিকায় এই রদবদলের ইঙ্গিত আগেই দিয়েছিল জাপানের সেন্টার ফর ইকোনমিক রিসার্চ। ডিসেম্বরের শুরুতে তারা জানিয়েছিল, ২০২৮ অথবা ২০২৯ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে যাবে চীন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?