অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। নতুন তিন কৃষি আইন নিয়ে এবার সরাসরি রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। এই তিন আইন নিয়ে রাহুলকে খোলাখুলি বিতর্কের আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার চেন্নাইয়ের এক সভায় জাওড়েকর বলেন, রাহুল গান্ধি কি বুঝিয়ে বলতে পারবেন নতুন কৃষি আইন ভালো কি মন্দ? জাওড়েকর বলেন, রাহুল হঠাৎই শীতঘুম ভেঙে বলে উঠলেন সরকারকে নতুন তিন কৃষি আইন বাতিল করতে হবে। আমি রাহুলকে চ্যালেঞ্জ করছি, তিনি কি বুঝিয়ে বলতে পারবেন এই আইনটি কেন খারাপ? রাহুল ও তাঁর বন্ধু দল ডিএমকের জন্য আমি বিতর্কের আহ্বান জানাচ্ছি। আসলে রাহুল এই তিন কৃষি আইন নিয়ে কিছুই বোঝেননি।
কিন্তু মোদি সরকারের বিরোধিতার জন্য তো তাঁকে কিছু একটা করতে হবে। সে কারণেই তিনি হঠাৎই এই তিন কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন। আসলে আইন না জেনেই তিনি কথা বলছেন। যদি তিনি এই তিন আইন একটু খুঁটিয়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন কৃষকদের ভালর জন্যই এটা করা হয়েছে। কিন্তু সেটা না করে তিনি সস্তা জনপ্রিয়তা পেতে এই তিন কৃষি আইন বাতিলের দাবি তুলেছেন।
আগের কৃষি আইনগুলি যদি এতই ভাল হয়ে থাকে তাহলে কেন প্রতিবছর হাজার হাজার কৃষক আত্মহত্যা করেছেন? কেন কৃষকদের জীবনযাত্রার মান আজও অন্ধকারে পড়ে রয়েছে? এর জবাব কি তিনি দেবেন? পূর্বতন সরকারের আমলে তৈরি আইন যদি এতই ভাল হত তাহলে কৃষকদের দুঃখ-দুর্দশা স্বাধীনতার ৭০ বছর পরও কেন কাটেনি? আমি রাহুলের কাছে এ বিষয়ে স্পষ্ট জবাব জানতে চাই। যদি আপনি সেটা দিতে পারেন তাহলে আমরা তাঁর দাবি মেনে নেব। অন্যথায় তাঁর উচিত নয়, এভাবে দেশ ও সরকারের বিরোধিতা করা। বিরোধী দলের নেতা হওয়া মানেই অকারণে বিরোধিতা করার কোনও যুক্তি থাকতে পারে না।