অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। চার বছর পর টেস্টে ‘ডাক’ মারার তেতো স্বাদ পেলেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মূল ভরসার জন্য দুঃস্বপ্নের দিনই বলতে হবে। আসলে পুরো অজি দলের জন্যই মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা হয়ে থাকল ভুলে যাওয়ার। দাপট দেখালেন ভারতীয় বোলাররা।
শনিবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত। জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন দাপট দেখিয়েছেন। পরে ভারত ব্যাটিং শুরু করে ১ উইকেটে ৩৬ রান তুলে দিন শেষ করেছে। স্মিথকে ভুলে যাওয়া স্বাদটা ‘উপহার’ দিয়েছেন অশ্বিন। অস্ট্রেলিয়া তাতে ৩৮ রানে ৩ উইকেটে পরিণত হয়। শুরুতেই জো বার্নসকে (০) বুমরাহ ও ম্যাথু ওয়েডকে (৩০) ফিরিয়েছিলেন অশ্বিন। এরপর ট্রভিস হেড ও মারনাস লাবুশেনের লড়াই।
তবে ৩৮ রান করা হেডকে ফিরিয়ে ফের অজিদের ওপর চাপ বাড়ান বুমরাহ। ১০ রান যোগ হতেই ৪৮ রান করা লাবুশেনকে তুলে নেন মোহাম্মদ সিরাজ।
তাতে অজিদের স্কোর দাঁড়ায় ১৩৪/৫। এরপর আসলে আর খুব বেশি এগোতে পারেনি স্বাগতিকরা। গুটিয়ে যায় ১৯৫ রানে। শেষ দিকে নাথান লায়ন ১৭ বলে ২০ রান করেন। ৭১ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায় অজিরা। বুমরাহ সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। অশ্বিন ৩টি, সিরাজ ২টি ও জাদেজা ১ উইকেট নিয়েছেন।
প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে চার ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে ভারত। অ্যাডিলেডের সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবে দলটি। তাই বেশ চাপে থেকেই এই ম্যাচ খেলতে নেমেছে ভারত। পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ায় এই ম্যাচ থেকে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিও নেই।
তবে কোহলিকে ছাড়া খেলতে নেমেও প্রথম দিনটা স্মরণীয় করে রাখল অতিথিরা। কোহলি না থাকায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে। কোহলি ও ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামির বদলিসহ মোট চার পরিবর্তন নিয়ে এ ম্যাচে খেলছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
প্রথম দিন শেষে
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস
১৯৫/১০ (৭২.৩ ওভার) (ওয়েড ৩০, লাবুশেন ৪৮, হেড ৩৮, লায়ন ২০; বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫, সিরাজ ২/৪০)
ভারত প্রথম ইনিংস
৩৬/১ (১১ ওভার) (গিল ২৮*, পূজারা ৭*; স্টার্ক ১/১৪)।