অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের অন্যতম শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। এই দলের প্রধান তথা সাংসদ হনুমান বেনিওয়াল শনিবার সন্ধ্যায় জানালেন প্রতিবাদী কৃষকদের পাশে থাকতে তিনি দুই লক্ষ কৃষককে নিয়ে দিল্লি যাবেন। শরিক দলের সাংসদদের এই হুমকিতে নতুন করে অস্বস্তিতে পড়ল বিজেপি নেতৃত্বাধীন সরকার। কৃষকরা নরেন্দ্র মোদি সরকারের নতুন তিন কৃষি আইনকে কৃষক বিরোধী বলে মনে করছেন। তাঁদের সেই দাবিকে সমর্থন করেছেন বেনিওয়াল। কৃষক আইনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ও বিজেপির মধ্যে দূরত্ব ক্রমশই বাড়ছে। সম্প্রতি রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করে একই লড়েছিল আরএলপি।
যদিও তাতে তাদের কোনও লাভ হয়নি। বরং বিজেপি কংগ্রেসকে চাপে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, রাজ্যে এভাবে বিজেপির কাছে কোনঠাসা হয়ে কেন্দ্রকে পাল্টা চাপে ফেলতে চাইছেন বেনিওয়াল। কয়েক দিন আগেই বেনিওয়াল তিন সংসদীয় কমিটি থেকে সরে এসেছেন। শনিবার বেনিওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে তিন কৃষি আইন তৈরি করেছেন তা কৃষকদের উন্নয়নের পরিপন্থী। বরং এই আইনের ফলে শিল্পপতিরা লাভবান হবেন। সে কারণে কৃষকরা আন্দোলন করছেন। আমরা সর্বদাই কৃষকদের কথা ভেবে চলি।
তাই কৃষকদের পাশে আমরা দাঁড়াচ্ছি। সে কারণে কয়েক দিনের মধ্যেই আমি দুই লাখ কৃষককে নিয়ে হরিয়ানা-দিল্লির সিংঘু সীমান্তে যাব। কৃষকদের দাবি যে ঠিক তাতে কোনও ভুল নেই। তাই আমরা চাই, প্রধানমন্ত্রী এই তিন আইন প্রত্যাহার করে নিন। এক শরিক দলের সাংসদের এই হুমকিতে নিশ্চিতভাবেই অস্বস্তি বেড়েছে মোদি সরকারের। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়নি।